দুর্ঘটনায় আহত ভারতীয় ব্যক্তিকে বাংলাদেশি দাবি করে সাহায্যের আবেদন
বুম বাংলাদেশ দেখেছে, ছবিটি ভারতের উড়িষ্যা রাজ্যের বাসিন্দা ট্রেন দুর্ঘটনায় আহত শ্রীকান্ত নামের এক শ্রমিকের।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দুর্ঘটনায় পা হারানো এক ব্যক্তির ছবি পোস্ট করে লেখা হচ্ছে, মো. আবদুল্লাহ নামের এক ব্যক্তি যিনি পেশায় ভ্যানচালক, বাস এক্সিডেন্ট করে তার দুইটি পা নষ্ট হয়ে গেছে। সবার কাছে ওই ব্যক্তির চিকিৎসায় এগিয়ে আসার অনুরোধও করা হচ্ছে। এরকম কয়রকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ জুলাই 'Shahnaz Shimul Fan Club' নামের একটি ফেসবুক গ্রুপে 'লিমা খাতুন' নামের একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "রোগী মোঃআবদুল্লাহ পেশায় ভেনচালক ছিলেন।গত ২১ শে মে বাসের সাথে এক্সিডেন্ট করেছে।দুইটি পা নষ্ট হয়ে গেছে। চিকিৎসক জানিয়েছেন পা লাগানো সম্ভব কিন্তু অনেক টাকা(২.০০.০০০) লাগবে পা লাগাতে। পরিবারের কেউ তেমন নেই যে চিকিৎসা করাবে। তাই আপনাদের কাছে অনুরোধ দয়া ভাইটির চিকিৎসা করতে এগিয়ে আসেন যে যা পারবেন ১০.২০.৫০.১০০.৫০০.১০০০ টাকা করে দিয়ে সাহায্য করেন।" এছাড়াও, ওই পোস্টে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ও নগদের নম্বর সংযুক্ত করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন---
পোস্টে সংযুক্ত ছবিটি দেখুন আলাদাভাবে---
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায করা দাবিটি সঠিক নয়। ছবিটি বাংলাদেশি কোন ব্যক্তির নয় বরং ভারতের উড়িষ্যা রাজ্যের শ্রীকান্ত নামের একজন শ্রমিকের, যিনি কাজের সুবাদে চেন্নাইয়ে গিয়ে ট্রেন দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন।
রিভার্স ইমেজ সার্চ করে উড়িষ্যা রাজ্য থেকে প্রচারিত ইংরেজি দৈনিক পত্রিকা 'Orissapost'-এ 'Migrant labourer loses legs in train accident' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে ভাইরাল পোস্টের ছবিটি হুবহু খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, চেন্নাইয়ের একটি ইটভাটায় কাজ করা শ্রীকান্ত উড়িষ্যা রাজ্যের নুয়াপাড়া জেলার খাইরাভাদি গ্রামের বাবেবিরা পঞ্চায়েতের বাসিন্দা। যিনি ট্রেনেযোগে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় তার দুই পা হারান। প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির স্ক্রিনশট দেখুন--
উক্ত প্রতিবেদনে কভার ফটো হিসেবে ব্যবহার করা ছবিটির ইমেজ কোয়ালিটির কারণে ছবিতে শ্রীকান্তের মাথার অংশ দেখা যায়নি। প্রতিবেদনে ছবির উপর ক্লিক করলে পূর্ণাঙ্গ ছবিটি দেখা যায়, দেখুন পূর্ণাঙ্গ ছবিটি--
এদিকে ভাইরাল পোস্টে বিকাশ ও নগদের নম্বর হিসেবে যুক্ত করা মোবাইল নম্বরটিতে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয় বুম বাংলাদেশ।
অর্থ্যাৎ ভারতের ট্রেন দূর্ঘটনায় আহত ইটভাটার শ্রমিক শ্রীকান্ত এর ছবিকে বাংলাদেশের ভ্যান চালক মো. আব্দুল্লাহর বলে প্রচার করা হচ্ছে এবং আর্থিক সাহায্য চাওয়া হচ্ছে, যা বিভ্রান্তিকর।