সঙ্গীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুর খবরটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, তিনি আগের চেয়ে সুস্থ আছেন বলে তাঁর পরিবারের সদস্যরা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, সঙ্গীতশিল্পী ফকির আলমগীর মারা গেছেন। দেখুন এমন তিনটি পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ জুলাই 'আমরা গর্বিতঃ আমরা ফেনীর সন্তান' নামের ফেসবুক গ্রুপে শিল্পী ফকির আলমগীরের একটি ছবি পোস্ট করে বলা হয়, ফকির আলমগীর মারা গেছেন। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
পোস্টটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সঙ্গীতশিল্পী ফকির আলমগীরের মারা যাওয়ার খবরটি ভিত্তিহীন। প্রথমত, উক্ত পোস্টগুলোতে তাঁর মারা যাওয়ার খবর প্রচার করা হলেও খবরটির কোন সুত্র বা উৎস উল্লেখ করা হয়নি।
দ্বিতীয়ত, বিভিন্নভাবে খোঁজ করেও মূলধারার কোনো গণমাধ্যমে ফকির আলমগীরের মৃত্যু সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। বরং তাঁর মৃত্যুর খবরটি গুজব বলে খবর প্রকাশিত হয়েছে।
তাঁর স্ত্রী ও ছেলের উদ্ধৃতি দিয়ে একাধিক গণমাধ্যম জানিয়েছে, তিনি হাসপাতালে ভর্তি আছেন এবং আগের চেয়ে সুস্থ আছেন। দৈনিক যুগান্তরকে তার ছেলে মাসুক আলমগীর রাজীব জানান, আইসিইউতে থাকলেও তাঁর চেতনা আছে। পায়ে হেঁটে তিনি বাথরুমেও আসা-যাওয়া করেছেন। যুগান্তরের সেই প্রতিবেদনটি দেখুন এখানে। খবরটির স্ক্রিনশট--
এছাড়া এই শিল্পীর স্ত্রী সুরাইয়া আলমগীরের উদ্ধৃতি দিয়ে চ্যানেল আই'য়ের অনলাইন ভার্সনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ফকির আলমগীরের মৃত্যুর খবরটি গুজব। সেই প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন এখানে-
চ্যানেল আই এর সেই প্রতিবেদন পড়ুন এখানে।
প্রসঙ্গত, জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফকির আলমগীর গত ১৫ জুলাই বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। দেখুন এ সংক্রান্ত অনলাইন পত্রিকা বিডিনিউজ টুয়েনন্টি ফোরের একটি প্রতিবেদন এখানে।
অর্থাৎ ফেসবুকে শিল্পী ফকির আলমগীরের মারা যাওয়ার দাবিটি ভিত্তিহীন।