চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ-এর মৃত্যুর ভুয়া খবর সামাজিক মাধ্যমে
বুম বাংলাদেশ দেখেছে, খবরটির শিরোনামে কাজী হায়াৎ-এর মৃত্যুর খবর দেয়া হলেও খবরের বিষয়বস্তুতে ভিন্ন তথ্য দেয়া হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একাধিক অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ-এর মৃত্যুর একটি খবর বিভিন্ন ফেসবুক পেজ ও আইডি থেকে শেয়ার করা হচ্ছে। খবরটির সাথে শাকিব খান সহ অভিনেতারা লাশ বহন করছেন এমন একটি ছবিও যুক্ত করা হয়েছে। এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে এবং এখানে।
গত ১০ অক্টোবর 'আমাদের সময়' নামের একটি ফেসবুক পেজ থেকে অনলাইন পোর্টালের একটি লিংক শেয়ার করে লেখা হয়, "কাজী হায়াৎের লা"শ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে'"। স্ক্রিনশট দেখুন--
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের ওই খবরটির ডেটলাইনে প্রকাশের তারিখ হিসাবে গত ১০ অক্টোবর উল্লেখ করা হয়েছে। স্বাভাবিকভাবেই খবরটির ডেটলাইন এবং ফেসবুক পোস্টের দিনক্ষণ দেখে মনে হচ্ছে এটি চলতি অক্টোবর মাসের কোনো ঘটনা। অনলাইন পোর্টালের খবরটি দেখুন--
আবার উক্ত শিরোনামের ফলে একাধিক পাঠক খবরটিকে কাজী হায়াতের মৃত্যুর সংবাদ হিসাবে পাঠ করেছেন। একটি অনলাইন পোর্টালের শেয়ার করা খবরের নিচে ফেসবুক ব্যবহারকারীদের মন্তব্য দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, অনলাইন পোর্টালের দাবিটি ভিত্তিহীন আর বিষয়বস্তুর খবরটিও ভিন্ন।
বিভিন্ন কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে দেখা গেছে, অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটি কপি করা। মূলত ২০২১ সালের ৩০ ডিসেম্বর সম্প্রচার মাধ্যম চ্যানেল আইয়ের অনলাইন সংস্করণে "'মারুফকে বলেছি আমার লাশ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে'" শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। প্রতিবেদনটিতে বলা হয়, "চলচ্চিত্র পরিচালক হিসেবে গত ৪২ বছর ধরে কাজ করছেন কাজী হায়াৎ। চার দশকের বেশী সময়ের ক্যারিয়ারে কিংবদন্তী এই চিত্রপরিচালক উপহার দিয়েছেন দায়ী কে, যন্ত্রণা, দাঙ্গা, লুটতরাজ, আম্মাজান, কষ্ট, বর্তমান, ইতিহাস, বীরের মতো সিনেমা। এই সময়ে এসে কাজী হায়াত বার্ধক্যজনিত রোগে ভুগছেন। ১৫ বছর আগে তার প্রথম ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। বছর দুয়েক আগে আমেরিকায় চিকিৎসা নিতে গিয়েছিলেন কাজী হায়াৎ। মাঝখানে কিছুটা সুস্থ হলেও বর্তমানে খুব ভালো নেই তিনি। গেল সপ্তাহেও হাসপাতালে ভর্তি ছিলেন। তার হার্টে রিং পরানো ছয়টি।" স্ক্রিনশট দেখুন--
চ্যানেল আইয়ের অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনটিকেই সামান্য পরিবর্তনসহ কপি করে শিরোনাম বদলে আলোচ্য অনলাইন পোর্টাল এবং ফেসবুক পোস্টগুলোতে প্রকাশ করা হয়েছে।
অর্থাৎ অখ্যাত পোর্টালে প্রকাশিত খবরের শিরোনামের সাথে বিষয়বস্তুর কোনো মিল নেই। খবরটির শিরোনামে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ-এর মৃত্যু সংবাদ দেয়া হলেও খবরে বিস্তারিত অংশে সে সম্পর্কিত কোনো তথ্য নেই।
কভার ইমেজ হিসেবে ব্যবহার করা ছবিটির উৎস
রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন পোর্টালে প্রকাশিত খবরটি সাথে যুক্ত করা ফিচার ছবিটি দৈনিক ইনকিলাবের অনলাইন সংস্করনে "নায়কদের কাঁধে নায়করাজের লাশ" শিরোনামে প্রকাশিত একটি খবরে খুঁজে পাওয়া যায়। ২০১৭ সালের ২৩ আগস্ট প্রকাশিত খবর থেকে জানা যায়, ছবিটি বাংলাদেশি চলচ্চিত্রের প্রখ্যাত নায়ক রাজ্জাকের মৃত্যুর পর, তার লাশ বহনকারী খাটিয়া কাঁধে নিয়েছিলেন অভিনেতারা। ছবিটি উক্ত ঘটনার। স্ক্রিনশট দেখুন--
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে কোনো তথ্য উল্লেখ না করেই করে, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ এর মৃত্যুর খবর প্রকাশ করা হচ্ছে একাধিক অনলাইন পোর্টালে, যা বিভ্রান্তিকর।