ভুয়া নোটিশ: 'ভালোবাসা দিবসে বয়ফ্রেন্ড ছাড়া কলেজে ঢুকতে মানা' করা হয়নি
ভারতের সেন্ট জন’স কলেজের নামে ছড়ানো নোটিশটি ভুয়া বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ
সামাজিক মাধ্যম ফেসবুকে ভারতের আগ্রার একটি কলেজের নাম সম্বলিত একটি লেটারহেডে লেখা একটি নোটিশের ছবি ছড়ানো হচ্ছে।
ছবিতে দেখা যায় নোটিশটিতে লেখা- "It is mandatory for all girls to have at least one boyfriend by 14 February. This has been done for security purposes. Single girl will not be allowed to enter into college premises. They'll have to show a recent picture with their boyfriend. Spread love."
অর্থাৎ ১৪ ফেব্রুয়ারীর মধ্যে সকল ছাত্রীর প্রত্যেকের একজন করে বয়ফ্রেন্ড থাকা আবশ্যক। সিঙ্গেল ছাত্রীদের কলেজে ঢুকতে দেয়া হবে না। একই সাথে সকল ছাত্রীকে বয়ফ্রেন্ডের সাথে তোলা সাম্প্রতিক একটি ছবি দেখাতে হবে। ফেসবুকে ছড়ানো ছবিটি অনুযায়ী নোটিশটি কলেজের সহকারী ডিন অধ্যাপক আশীষ শর্মার স্বাক্ষরসহ ১৪ জানুয়ারী টাঙ্গানো হয়।
অর্থাৎ, সময় টিভি তাদের প্রতিবেদনের ভেতরে ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে "নোটিশটি ভুয়া" বললেও খবরটির উপস্থাপনার কৌশলের কারণে অনেক মানুষ বিভ্রান্ত হয়ে ভুল খবরটিকে সঠিক মনে করছেন।