রাষ্ট্রপতি কর্তৃক ৫ হাজার টাকা উপহার দেয়ার ঘোষণাটি ভুয়া
রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইট ও মূলধারার সংবাদমাধ্যমে এ ধরণের কোনো সংবাদ পাওয়া যায়নি।
ফেসবুকে একাধিক পোস্টে দাবি করা হচ্ছে, রমজান উপলক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক ৫ হাজার টাকা উপহার দেয়া হচ্ছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
গত ১১ এপ্রিল 'সময় টিভি 24 ঘণ্টাই খবর' নামক গ্রুপে একটি পোস্ট করা হয় যেখানে বলা হয়, রমজান মাস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির নির্দেশে সরকার সবার বিকাশ একাউন্টে ৫,০০০ টাকা উপহার দিচ্ছে।" পোস্টটির সাথে নিবন্ধনের একটি লিংক (http://104.236.60.112 ) যুক্ত করা হয়েছে এবং বলা হয় উক্ত লিঙ্কে প্রবেশ করে বিকাশ অথবা নগদ নাম্বার দিলেই ৫০০০ টাকা একাউন্টে পৌছে যাবে। দেখুন সেই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, রাষ্ট্রপতি কর্তৃক বিকাশে টাকা দেয়ার দাবিটি ভিত্তিহীন।
প্রথমত, রমজান উপলক্ষ্যে রাষ্ট্রপতির টাকা উপহার দেয়ার ঘোষণাটির কোনো হদিস কোনো মূলধারার সংবাদমাধ্যমে পাওয়া যায়নি।
দ্বিতীয়ত, রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটের নোটিশ শাখাতেও এমন কোনো উপহারের ঘোষণা পাওয়া যায়নি।
এছাড়া উপরোক্ত ওয়েবসাইটটির ডোমেইনটি (http://104.236.60.112) সন্দেহজনক যদিও সেটিতে প্রবেশ করা যাচ্ছেনা।
ইতিপূর্বে বুম বাংলাদেশ বিকাশের মাধ্যমে ভুয়া অফার ঘোষণার বেশ কিছু ভিত্তিহীন পোস্ট যাচাই করে ভুয়া হিসেবে চিহ্নিত করেছে। এমন দুটি ফ্যাক্টচেক রিপোর্ট দেখুন 'মাতৃভাষা দিবস উপলক্ষে বিকাশের ২১০০ টাকা উপহারের ভুয়া প্রচার' এবং 'ফেসবুক কি ৩০০০ টাকা করে উপহার দিচ্ছে?' শিরোনামে।
সুতরাং রাষ্ট্রপতি কর্তৃক রমজান উপলক্ষ্যে ৫ হাজার টাকা উপহার দেয়ার ঘোষণাটি ভিত্তিহীন। এ ধরণের বিভ্রান্তিকর তথ্য-সম্বলিত ওয়েবসাইটে ক্লিক করলে ব্যক্তিগত তথ্যাদি ক্ষতিগ্রস্থ হওয়ার সুযোগ থাকে।