ফেক নিউজ
ক্রিকেটার নাসিরের স্ত্রীকে উদ্ধৃত করে ভুয়া খবর
তামিমা সুলতানা ৪ বিয়ে করা নিয়ে সংবাদ মাধ্যমে কোন মন্তব্য করেননি বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
'একটা ছেলে ৪টা বিয়ে করতে পারলে আমরা মেয়েরা কেনো পারবো নাঃতামিমা' এই শিরোনামে একটি খবর বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশ করা হয়েছে। দেখুন এখানে ও এখানে।
সামাজিক মাধ্যমেও বিভিন্ন প্রোফাইল ও গ্রুপ থেকে অনুরূপ ক্যাপশন সম্বলিত পোস্ট ছড়ানো হচ্ছে।
আরেকটি পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে যেসব পোর্টালে এই খবর প্রকাশ করা হয়েছে সেই খবরগুলো মূলত শিরোনামসর্বস্ব। কেবল শিরোনামেই তামিমাকে উদ্ধৃত করে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে। খবরের ভেতরের মূল অংশে এ সংক্রান্ত কোন তথ্যই নেই, বরং সেখানে একটি সংবাদমাধ্যমকে দেওয়া তামিমার স্বাবেক স্বামী রাকিব হাসানের বক্তব্যই কেবল তুলে ধরা হয়েছে।
তাছাড়া অন্য কোন সংবাদমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমেও এ ধরণের কোন তথ্য পাওয়া যায়নি।
গত ২৬ ফেব্রুয়ারী ক্রিকেটার নাসির হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট দিয়ে জানান যে তার নামে এবং তার স্ত্রীর নামে ফেসবুকে বিভিন্ন নকল প্রোফাইল ও পেজ তৈরী করে তাদের অপদস্থ করার জন্য বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
উল্লেখ্য, বিয়ে পরবর্তী আলোচনা সমালোচনাকে ঘিরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাসির হোসেনের সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা গত ২৪ ফেব্রুয়ারী নাসিরের সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত হন। সেখানে তিনি তার সাবেক স্বামী রাকিব হাসানের আনীত অভিযোগ অস্বীকার করেন এবং জানান যে রাকিবকে ডিভোর্স দিয়েই তিনি ইসলামী শরীয়তসম্মতভাবে নাসিরকে বিবাহ করেছেন। দেখুন এখানে ও এখানে।
Claim : একটা ছেলে ৪টা বিয়ে করতে পারলে আমরা মেয়েরা কেনো পারবো নাঃ তামিমা
Claimed By : Online portals
Fact Check : False
Next Story