সাকিব আল হাসানের পুত্র সন্তান হওয়ার ভিত্তিহীন খবর প্রচার
সামাজিক মাধ্যমে একটি খবরে ক্রিকেটার সাকিব আল হাসানকে পুত্র সন্তানের জনক হিসেবে দাবি করা হয় যা ভিত্তিহীন বলে চিহ্নিত হয়।
সামাজিক মাধ্যমে একটি খবর একাধিক ফেসবুক গ্রুপ এবং প্রোফাইলে দেখা যাচ্ছে। উক্ত খবরে বলা হছে, পুত্র সন্তানের বাবা সাকিব আল হাসান দেশে ফিরেছেন। দেখুন এ সংক্রান্ত লিঙ্ক এখানে এবং এখানে।
নতুন টিভি নিউজ নামের অনলাইন পোর্টালের ৩ জানুয়ারির একটি খবর দেখা যায় যার শিরোনাম ছিল, 'পুত্র সন্তানের বাবা সাকিব দেশে ফিরলেন'। অর্থাৎ দাবি করা হচ্ছে, তিনি পুত্র সন্তানের পিতা হয়েছেন। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ খবরটি যাচাই করে দেখে, সাকিবের পুত্র সন্তানের খবরটি ভিত্তিহীন। প্রথমত, সাকিব আল হাসানের অফিশিয়াল ফেসবুক পেইজ কিংবা প্রোফাইলে তৃতীয় সন্তান আগমনের খবর দিলেও তা পুত্র না কন্যা সে ব্যাপারে বিস্তারিত কিছুই জানানো হয়নি। মূলধারার খবরমাধ্যমেও এমন কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া জাগো নিউজের একটি খবর মারফত জানা যায়, সাকিব আল হাসানের দুটি সন্তানের উভয়ই কণ্যা যাদের নাম আলায়না হাসান এবং ইরাম হাসান। দেখুন সাকিব আল হাসানের ফেসবুক পেইজে সেই ছবিসহ খবরটি--
New year, new beginning, new addition. Happy new year to everyone.
Posted by Shakib Al Hasan on Friday, 1 January 2021
এছাড়া উক্ত নিউজটির সাথে সময় টিভির একটি খবরের হুবহু মিল পাওয়া যায়। "দেশে ফিরলেন সাকিব" শিরোনামের উক্ত খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন ক্রিকেটার সাকিব। মূলত তার শ্বশুরের মৃত্যুর ঘটনায় তাকে যুক্তরাষ্ট্র সফর করতে হয়। দেখুন সময় টিভির সেই খবরের স্ক্রিনশট--
অর্থাৎ সাকিব আল হাসানের পুত্র সন্তানের পিতা হওয়ার খবরটি ভিত্তিহীন।