নতুন রাষ্ট্রপতির নির্দেশে সাঈদীর মুক্তির ভুয়া দাবি ফেসবুকে
বুম বাংলাদেশ দেখেছে, নতুন রাষ্ট্রপতি আগামী ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করবেন তাই তার পক্ষে এখন কোনো নির্দেশনা দেয়া সম্ভব নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, নবনির্বাচিত রাষ্ট্রপতির নির্দেশে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত ও কারাবন্দী জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে মুক্তি দেওয়া হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২০ ফেব্রুয়ারি 'Sobar Prio Tv' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "-- এইমাত্র পাওয়া নতুন রাষ্ট্রপতির নির্দেশে আল্লামা সাঈদীর মুক্তি _ Bangla News Today _ BD News #nazmulhasanmiftah #nazmul_hasan_miftah_official #BanglaNewsToday #delwar_hossain_saydi #দেলোয়ার_হোসেন_সাঈদীর_মুক্তি"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সত্য নয়। পোস্টের ক্যাপশনে নবনির্বাচিত রাষ্ট্রপতির নির্দেশে জামায়াত নেতা সাঈদীর মুক্তির ব্যাপারে লেখা হলেও পোস্টে যুক্ত ভিডিওতে এমন কোনো তথ্যের উল্লেখ নেই। এছাড়া, আগামী ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণ করবেন, তাই তার পক্ষে এখন কোনো নির্দেশনা দেয়াও সম্ভব নয়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ১২ মিনিটের ওই ভিডিওটির শুরুতে ১২ সেকেন্ডের একটি ভিডিওক্লিপ যুক্ত করা হয়েছে। ওই ভিডিওটির উৎস খুঁজতে কি-ওয়ার্ড অনুসন্ধান করে ২০২২ সালের ৫ মে ইউটিউবে 'UK Kasba TV' নামে একটি চ্যানেল থেকে 'জেলখানায় কেমন দেখলেন আল্লামা সাঈদীকে? লাইভে আছেন শামীম সাঈদী।' শিরোনামে আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। আলোচ্য ভিডিওর প্রথম ১২ সেকেন্ডের ক্লিপটি এবং ওই ইউটিউব ভিডিওর ৯ মিনিট ২৫ সেকেন্ড থেকে ৯ মিনিট ৪০ সেকেন্ড পর্যন্ত ভিডিও ক্লিপটি হুবহু এক। উল্লেখ্য, শামীম সাঈদী মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর ছেলে। ইউটিউব ভিডিওটি দেখুন---
এছাড়া আলোচ্য ভিডিওর ৯ মিনিট ২৫ সেকেন্ড থেকে ১০ মিনিট ৩০ সেকেন্ডের সাথেও ওই একই ইউটিউব ভিডিওর পুরোপুরি মিল রয়েছে। প্রায় এক বছর আগে আপলোড করা এই ভিডিওতে সাঈদীর মুক্তির বিষয়ে কোনো আলোচনা করতে দেখা যায়নি।
এদিকে, কি-ওয়ার্ড সার্চ ২০১৭ সালের ১৫ মে বিবিসি বাংলার ওয়েবসাইটে 'আমৃত্যু কারাগারেই থাকতে হবে দেলোয়ার হোসেন সাঈদীকে' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশে মানবতা-বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আমৃত্যু কারাদণ্ড বহাল রেখেছে আপিল বিভাগ। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে ২০২১ সালের ৭ জানুয়ারি দৈনিক পত্রিকা ইত্তেফাকের অনলাইন ভার্সনে 'আমাকে আর কত হয়রানি করা হবে : আদালতে সাঈদী' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, আয়কর ফাঁকির ভিন্ন একটি মামলায় আদালতে হাজির করা হয় সাঈদীকে এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড হওয়ায় তিনি এখন কারাগারে আছেন।
এদিকে, নবনির্বাচিত রাষ্ট্রপতি আসলেই ওই নির্দেশ দিয়েছেন কি না জানতে সার্চ করে বেসরকারি টেলিভিশিন চ্যানেল ডিবিসির অনলাইন ভার্সনে 'নতুন রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করবেন ২৪শে এপ্রিল' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, নবনির্বাচিত রাষ্ট্রপতি এখনো দায়িত্ব গ্রহণ করেননি। বিদায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদের মেয়াদ পূর্ণ হওয়ার পরে ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন। অর্থ্যাৎ নবনির্বাচিত রাষ্ট্রপতি এখনো দায়িত্ব গ্রহণ করেননি। তাই, সাঈদীকে মুক্তি দেওয়ার নির্দেশ কিংবা রাষ্ট্রপতি হিসেবে কোনো প্রকার নির্দেশ দেওয়া নবনির্বাচিত রাষ্ট্রপতির পক্ষে সম্ভব নয়। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদীর উপস্থিতিতে ধারণকৃত প্রায় এক বছরের পুরোনো একটি ভিডিও পোস্ট করে অপ্রাসঙ্গিকভাবে নতুন রাষ্ট্রপতির নির্দেশে সাঈদীর মুক্তির তথ্য প্রচার করা হচ্ছে।
সুতরাং নতুন রাষ্ট্রপতির নির্দেশে মাওলানা সাঈদীর মুক্তির ভিত্তিহীন খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে।