নির্বাচন উপলক্ষ্যে ৩ দিন ছুটি ঘোষণার ভুয়া দাবি ফেসবুকে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অর্থাৎ শুধু ৭ জানুয়ারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, আগামী ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে তিনদিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ৩ জানুয়ারি 'Md Farid Ahamed' নামে একটি ফেসবুক আইডি থেকে দৃশ্যত জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনের ছবি পোস্ট করে বলা হয়, "নির্বাচনকালীন ছুটি ৫জানুয়ারি হতে ৮ জানুয়ারি পর্যন্ত!!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিন অর্থাৎ শুধু ৭ জানুয়ারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা যুগান্তরের অনলাইন ভার্সনে 'নির্বাচন ঘিরে তিন দিনের ছুটির প্রজ্ঞাপন ‘ভুয়া’' শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি কর্মকর্তাদের ৫ থেকে ৮ জানুয়ারি তিন দিনের সরকারি ছুটি ঘোষণার একটি ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ এর উপসচিব সোনিয়া হাসানের স্বাক্ষর জাল করে ভুয়া প্রজ্ঞাপনটি ছড়ানো হয়েছে। ওই ভুয়া প্রজ্ঞাপনে সরকারি ছুটি অবহেলাকারীদের আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান গণমাধ্যমকে বলেন, একটি ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সত্য নয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২৮ ডিসেম্বর জারি করা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে থাকা প্রজ্ঞাপনটি সঠিক।" অর্থাৎ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সরকারি কর্মকর্তাদের ৫ থেকে ৮ জানুয়ারি তিন দিনের সরকারি ছুটি ঘোষণার প্রজ্ঞাপনটি ভুয়া। ওই ভুয়া প্রজ্ঞাপনটিই সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এছাড়াও, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান প্রজ্ঞাপনটির ভুয়া হওয়ার ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা ডেইলি স্টারের অনলাইন ভার্সন, অনলাইন পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম'র ওয়েবসাইটে, কালের কণ্ঠ'র অনলাইন ভার্সন, অনলাইন পোর্টাল ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটেও একই দাবিতে সংবাদ খুঁজে পাওয়া যায়।
এদিকে, সার্চ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ২৮ ডিসেম্বর 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রবিবার সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা' শিরোনামে প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ০৭ জানুয়ারি, ২০২৪ তারিখ রবিবার ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, ওই প্রজ্ঞাপনে শুধু রবিবারকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
আরো সার্চ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত ৩ জানুয়ারি 'ছুটি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি' শিরোনামে প্রকাশিত একটি প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৫-৮ জানুয়ারি নির্বাচনকালীন ছুটি ঘোষিত হয়েছে দাবি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি বানোয়াট এবং প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা নয়। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের দিন অর্থাৎ কেবল ৭ জানুয়ারী নির্বাচনকালীন ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। তবে, নির্বাচন উপলক্ষে তিন দিন ছুটি ঘোষণা করার দাবিটি বানোয়াট।
সুতরাং দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণার ভুয়া দাবি প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।