বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহতের দাবিটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, পোস্টের ক্যাপশনে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশির মৃত্যুর কথা লেখা হলেও সংবাদটির ভিতরের বক্তব্য আলাদা।
সামাজিক মাধ্যম ফেসবুকে সংবাদের আদলে তৈরি একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ৪ মে "Ourislam24.com" নামে একটি ফেসবুক পেজে সংবাদের আদলে একটি ভিডিও পোস্ট লেখা হয় "বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত।মুক্তি মামুনুল হক ধেয়ে আসছে ৬০ কি.মি বেগে#এইমাত্র_পাওয়া_খবর #বাংলা_খবর #আজকের_খবর #আজকের_নিউজ #আজকের_এইমাত্র_পাওয়া_খবর #সর্বশেষ_খবর #ব্রেকিং_নিউজ #আজকের_গুরুত্বপূর্ণ_খবর #24_ঘন্টার_খবর_আজকের_সরাসরি #বিবিসি_আজকের_খবর #আজকের_বাংলাদেশের_খবর #bangla_news #Bangla_Khobor_Ajker #Ajker_Bangla_Khobor #Bangla_News_Today #Bangla_Khabar #BBC_News #Latest_News #Breaking_news #Todays_latest_breaking_news#এইমাত্র পাওয়া খবর"। স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ ওই পোস্টে দাবি করা হয়, বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি মারা গেছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি ভুয়া। পোস্টের ক্যাপশনে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশির মৃত্যুর কথা লেখা হলেও সংবাদটির ভিতরের বক্তব্য আলাদা।
পোস্টের সাথে যুক্ত ভিডিওটি যাচাই করে ভিডিওটির ৩৮ সেকেন্ড থেকে ৪২ সেকেন্ডে উপস্থাপককে বলতে শোনা যায়, "কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে দিনমজুর গুলিবিদ্ধ"। তবে, পুরো ভিডিওটিতে এ সংক্রান্ত আর কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে দিনমজুর গুলিবিদ্ধ হয়েছেন কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর অনলাইন ভার্সনে গত ৪ মে "কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে দিনমজুর গুলিবিদ্ধ" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় মো. জালাল হোসেন (৩৫) নামের এক দিনমজুর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন।" তবে ওই ঘটনায় কেউ মারা যায়নি। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, দৈনিক পত্রিকা ডেইলি স্টারের অনলাইন ভার্সনেও গত ৩ মে 'সীমান্তে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে কৃষক আহত' শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন থেকেও জানা যায় একই তথ্য। স্ক্রিনশট দেখুন--
তবে, কি-ওয়ার্ড সার্চ করে ২০২০ সালের ২৪ জানুয়ারি যুগান্তরের অনলাইন ভার্সনে 'পোরশা সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, নওগাঁর পোরশার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন। তবে, সম্প্রতি এধরণের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং বিএসএফের গুলিতে এক কৃষক আহতের খবরের সাথে তিন বাংলাদেশি নিহতের চটকদার শিরোনাম জুড়ে দিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।