বিলবোর্ডে সাকিব আল হাসান ও লিটন দাসের ছবিটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, ফটোশপে এডিট করে সাকিব ও লিটনের ছবি বসিয়ে বিলবোর্ড বানিয়ে ফেসবুকে ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের ছবি সম্বলিত একটি বিলবোর্ডের ছবি পোস্ট করে বলা হচ্ছে, কানাডার ক্রিকেট বোর্ড শিগগিরই অনুষ্ঠেয় টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টি লীগের প্রচারণার জন্য বিলবোর্ডটি কানাডার রাস্তায় স্থাপন করেছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৭ জুলাই "T Sports Live Cricket" নামে একটি ফেসবুক গ্রুপে "MD SH Sohag" নামে একটি আইডি থেকে একটি ছবি পোস্ট করে বলা হয়, "পোস্টারবয় "সাকিব-লিটন" ২০ তারিখ থেকে কানাডায় শুরু হতে যাচ্ছে গ্লোবাল টি২০ লীগ। লীগের প্রচারনায় বিলবোর্ড লাগিয়েছে কানাডিয়ান ক্রিকেট বোর্ড। আর সেই বিলবোর্ডের দুই সাইডে দৃশ্যমান সাকিব এবং লিটনের ছবি। #ShakibAlHasan #LittonDas"। এছাড়া বিলবোর্ডটির উপরে লেখা থাকতে দেখা যায়, "কানাডার রাস্তায় বিলবোর্ডে সাকিব-লিটন"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ফটোস্টকার এডোব স্টকে থাকা ফটোশপে তৈরি বিলবোর্ডের একটি লে-আউটকে এডিট করে সাকিব আল হাসান ও লিটন দাসের ছবি যুক্ত করে আলোচ্য বিলবোর্ডটি বানানো হয়েছে।
আলোচ্য ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে অনলাইন ফটোস্টকার ওয়েবসাইট এডোব স্টকে "Outdoor Billboard Mockup" শিরোনামে আলোচ্য ছবিটিতে দেখানো বিলবোর্ডের ফ্রেমের মত হুবহু একটি ফ্রেম খুঁজে পাওয়া যায়। Roverto Castillo নামে একজন ডিজাইনার ফটোশপে তৈরি এবং ফটোশপে ব্যবহারযোগ্য ওই বিলবোর্ডটির নমুনা তৈরি করে ফটোস্টকার সাইট এডোব স্টকে আপলোড করেন। স্ক্রিনশট দেখুন--
এবারে আলোচ্য পোস্টের বিলবোর্ডের ছবি এবং এডোব স্টক থেকে পাওয়া বিলবোর্ডের ছবির মধ্যে তুলনা দেখুন--
অর্থ্যাৎ অনলাইনে থেকে পাওয়া ফটোশপে তৈরি একটি বিলবোর্ডের ছবিকে এডিট করে সাকিব আল হাসান এবং লিটন দাসের ছবি বসিয়ে আলোচ্য বিলবোর্ডটি তৈরি করা হয়েছে। এছাড়া আলোচ্য বিলবোর্ডটি কানাডার রাস্তায় লাগানোর দাবিটিও সঠিক নয়।
উল্লেখ্য গ্লোবাল টি২০ লিগে খেলতে এইমুহূর্তে কানাডায় অবস্থান করছেন জাতীয় দলের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস।
সুতরাং ক্রিকেটার সাকিব এবং লিটনের ছবি এডিট করে বসিয়ে বানানো বিলবোর্ডকে কানাডার রাস্তায় লাগানো বিলবোর্ড বলে ভুয়া দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।