ফেক নিউজ
সায়মা ওয়াজেদ ঢাকা-১৮ আসনের মনোনয়ন পাওয়ার ভুয়া খবর
ঢাকা-১৮ আসনের মনোনয়নপত্র বিক্রি এখনও চলছে, মনোনয়ন চূড়ান্ত হবে ২৩ আগস্টের পর।
ফেসবুকে ভাইরাল পোস্টে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের মনোনয়ন পেয়েছেন।
এরকম পোস্টের স্ক্রিনশট--
আরও কিছু ফেসবুক পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
১৭ আগস্ট শুরু হয়ে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র বিক্রি এখনও চলছে, এবং ২৩ আগস্ট পর্যন্ত চলবে। কারো মনোনয়ন পাওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ফলে 'সায়মা ওয়াজেদ পুতুল মনোনয়ন পেয়েছেন' খবরটি ভুয়া।
বর্তমানে শূন্য সংসদীয় আসগুলোর উপনির্বাচনের মনোনয়ন বিক্রি নিয়ে বিস্তারিত জানুন দৈনিক ইত্তেফাকের এই প্রতিবেদনে।
আর সায়মা ওয়াজেদের নামে এই আসনের মনোনয়নপত্র ক্রয় করা হয়নি বলেও বুম বাংলাদেশ-কে নিশ্চিত করেছে আওয়ামী লীগের দলীয় সূত্র।
Claim : সায়মা ওয়াজেদ ঢাকা-১৮ আসনের মনোনয়ন পেয়েছেন
Claimed By : Website, Facebook Posts
Fact Check : False
Next Story