আরাফাত রহমান কোকোর স্ত্রী অসুস্থ বলে ভুয়া খবর ফেসবুকে
শর্মিলা রহমানের অসুস্থতার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে বিএনপির প্রেস উইং থেকে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি খবর ছড়িয়েছে যাতে দাবি করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শারীরিকভাবে অসুস্থ। তার সুস্থ্যতার জন্য দোয়াও চাওয়া হয়েছে।
ভাইরাল পোস্টে ভুল বানানে যা লেখা হয়েছে তা নিন্মরূপ-
''আরাফাত রহমান কোকো স্যারের স্ত্রী জিয়া পড়িবারের ছোট বউ আমাদের প্রিয় ছোট ভাবি #শর্মিলী রহমান। শারীরিকভাবে অসুস্থ সবাই উনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন।''
এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
আরও ফেসবুক পোস্টের স্ক্রিনশট-
ফ্যাক্ট চেক:
ফেসবুকে বুম বাংলাদেশের কাছে অনেকে শর্মিলী রহমানের অসুস্থতার খবরটির সত্যতা জানতে চান। বুম বাংলাদেশ যাচাই করে কেবল ফেসবুকের পোস্ট ছাড়া অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে এরকম কোনো তথ্য পায়নি।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বুম বাংলাদেশকে জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান বর্তমানে অসুস্থ নন।
ফেসবুকে ছড়ানো খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব অভিহিত করে তিনি জানান, শর্মিলা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। কে বা কারা না জেনে ভুয়া তথ্য ছড়িয়েছে।