অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর গুজব ফেসবুকে
কাদেরের স্বজনরা জানিয়েছেন তিনি খুবই অসুস্থ্য হলেও বেঁচে আছেন।
ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের মারা গেছেন বলে একটি খবর ফেসবুকে দেখা যাচ্ছে। দেখুন এরকম একটি পোস্ট এখানে।
Ahammed Bulbul নামের আইডি থেকে একটি পোস্ট করা হয় যার ক্যাপশন ছিল, "অভিনেতা আব্দুল কাদের (বদি) আর আমাদের মাঝে নেই ইন্না লিল্লাহি ওয়া ইনা ইলায়হি রাজিউন"। পোস্টটির স্ক্রিনশট--
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে উক্ত পোস্টের দাবিটি সত্য নয়।
অভিনেতা আব্দুল কাদেরের সর্বশেষ অবস্থা (২০ ডিসেম্বর, সন্ধ্যা ৭টায়) জানা যায়, রাইজিংবিডি নামের একটি অনলাইন পোর্টালের খবরে। আজ রোববার (২০ ডিসেম্বর) আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলামের একটি ফেসবুক লাইভের উপর ভিত্তি করে খবরটি করা হয়। উক্ত খবরমতে, জাহিদা ইসলাম বলেন, "আমরা এখন চেন্নাই এয়ারপোর্টে অবস্থান করছি। খুব তাড়াতাড়ি রওনা হবো। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঢাকায় পৌঁছাবো"। এরপর তাকে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হবে।
এছাড়া আজকের বিকাল ৫টায় প্রকাশিত বাংলা নিউজের আরেকটি খবরেও একই বক্তব্য পাওয়া যায় যার শিরোনাম "ফিরছেন কাদের, ঢাকায় পৌঁছেই হাসপাতালে যাবেন"
দৈনিক ইত্তেফাক আজ রোববার দুপুরে খবর প্রকাশ করেছে, "অভিনেতা আব্দুল কাদেরের মৃত্যুর গুজব"।
অর্থাৎ মূলধারার খবরমাধ্যমের সর্বশেষ তথ্যানুযায়ী গুণী অভিনেতা আব্দুল কাদের এর মৃত্যুর খবরটি ভিত্তিহীন।