২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ কর্তৃক উপহারের খবরটি ভিত্তিহীন
বুম বাংলাদেশ বিকাশের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে সবাইকে উপহার দেয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে দাবি করা হচ্ছে, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে ২১০০ টাকা করে উপহার দিচ্ছে মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। সাথে একটি লিংক সরবরাহ করা হচ্ছে যেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করা হচ্ছে পোস্টগুলোতে। দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৭ ফেব্রুয়ারি 'Mohammed Hasan' নামের একটি পেজ থেকে একটি লিংক পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "আজ ফেসবুকে ঢুকতেই ১ বড় আপু মেসেজ দিয়ে বললো ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে ২১০০ টাকা করে উপহার দিচ্ছে বিকাশ কোম্পানী। প্রথমে বিশ্বাস করিনি। পরে যখন নিজে ২১০০ টাকা পেলাম তখন বিশ্বাস হলো। আমার মত আপনিও খুব সহজেই এই টাকা নিতে পারবেন। টাকা পেতে আপনাকে নিচের লিংকে ঢুকতে হবে, তারপর আপনার নাম, ঠিকানা এবং বিকাশ নম্বর দিয়ে আবেদন করতে হবে। আবেদন করার ২ মিনিটের ভেতর আপনার বিকাশ নম্বরে ২১০০ টাকা চলে যাবে। অবিশ্বাস করার আগে ১ বার চেষ্টা তো করে দেখুন।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বিকাশ কর্তৃক উপহারের দাবিটি ভিত্তিহীন এবং প্রতারণাপূর্ণ।
তথ্যটির সত্যতা যাচাই করতে গিয়ে নির্দিষ্ট লিংকে ক্লিক করে দেখা যায় সেটি আরেকটি ভুঁইফোড় লিংকে (https://2100taka.site/) প্রবেশ করায়। লিংকটিতে কয়েকটি ধাপে নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে অংশগ্রহণকারীর বিভিন্ন ব্যক্তিগত তথ্য চাওয়া হয়। অংশগ্রহনকারীর মোবাইল ফোনে একটি কোড পাঠানো হবে বলেও উল্লেখ করা হয় । নিচে ধাপগুলোর স্ক্রিনশট দেখুন--
যাচাইয়ের পর দেখা যায়, ভুঁইফোড় ওয়েবসাইটটি বিকাশের মত দেখতে হলেও এটি বিকাশের ওয়েবসাইট নয়। নিচে বিকাশের ওয়েবসাইটের স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, বিকাশের পক্ষ থেকে গ্রাহকের অ্যাকাউন্টের পিন নম্বর কিংবা অ্যাপ ভেরিফিকেশন কোড শেয়ার করাতে নিষেধ করে একাধিকবার সচেতনতামূলক পোস্ট করা হয়েছে। যেখানে পরিস্কারভাবে বলা হয়েছে বিকাশ কখনোই এসব তথ্য চায় না।
বুম বাংলাদেশের পক্ষ থেকে বিকাশের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা হলে, বিকাশের একজন প্রতিনিধি এ ধরণের কোনো অফার তাদের চালু নেই বলে নিশ্চিত করে ব্যবহারকারীদের এ ধরণের প্রতারণাপূর্ণ কোনো ক্যাম্পেইনে অংশ না নেয়ার জন্য অনুরোধ করেন।
অর্থাৎ বিকাশ কর্তৃক ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে সবাইকে ২১০০ টাকা করে উপহার দেয়া হচ্ছে বলে করা দাবিটি ভুয়া ও প্রতারণাপূর্ণ।
সুতরাং মুঠোফোনে আর্থিক লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ অর্থ উপহার দিচ্ছে মর্মে প্রতারণাপূর্ণ দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে।