বিকাশে ফ্রিতে ২০২১ টাকা দেয়ার ভিত্তিহীন খবর
বিকাশের পক্ষ থেকে বিকাশের মাধ্যমে সবাইকে উপহার দেয়ার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
বুকে গত কয়েকদিন ধরে একটি পোস্ট ছড়িয়ে দাবি করা হচ্ছে, বিকাশ দেশের সবাইকে ২০২১ টাকা করে উপহার দিচ্ছে। সাথে একটি লিংক সরবরাহ করা হচ্ছে যেখানে ক্লিক করে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। দেখুন এখানে এবং এখানে।
ফেসবুক পোস্টটিতে লেখা হয়-
"নতুন বছর ২০২১ সাল উপলক্ষে ব্রাক সবার বিকাশ একাউন্টে ২০২১ (দুই হাজার একুশ) টাকা করে উপহার দিচ্ছে!! আমি এইমাত্র বিকাশের ওয়েবসাইট আমার বিকাশ নম্বর দিয়ে ২০২১ টাকা পেলাম। আমার মত আপনিও খুব সহজেই ২০২১ টাকা নিতে পারবেন। তবে একটি বিকাশ নম্বরে একবারই টাকা পাবেন।" স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্টচেক:
বুম বাংলাদেশ তথ্যটির সত্যতা যাচাই করতে গিয়ে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে দেখতে পায় সেটি আরেকটি ভুইফোড় লিংকে (https://2021taka.site) প্রবেশ করায়। সেখানে বিভিন্ন ডিজিট দিয়ে চেষ্টা করলেও তারা সেখানে "অভিনন্দন" জানিয়ে বলে ২০২১ টাকা উক্ত নাম্বারে পেয়ে যাবেন। দেখুন সেটির স্ক্রিনশট--
সম্প্রতি বিকাশের পক্ষ থেকে এ ধরনের কোনো উপহারের ঘোষণা দেয়া হয়নি। তাদের ওয়েবসাইটে এমন কোনো তথ্য নেই। এছাড়া তাদের বরাতে কোনো সংবাদমাধ্যমেও এমন খবর পাওয়া যায়নি। কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন কোনো উদ্যোগ নিলে সে বিষয়ে তাদের আনুষ্ঠানিক ঘোষণা না থাকা অস্বাভাবিক। বরং এসকল প্রতিষ্ঠানগুলো বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের কার্যক্রমকে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রচার করে থাকে। যেমন, সর্বশেষ বিজয়ের মাসে বিকাশ একটি ক্যাশব্যাকের অফার দিয়েছিল তা একাধিক জাতীয় খবরমাধ্যমে এসেছে।
এছাড়া "৩৫০০ টাকা করোনা সহায়তা আপনার জন্য" সংক্রান্ত কিছু পোস্ট আমাদের নজরে আসে যেগুলোও একইভাবে ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়।
এর আগেও বুম বাংলাদেশ বিকাশ সংক্রান্ত এরকম প্রতারণামূলক প্রচারণার উপর প্রতিবেদন করেছে। দেখুন এখানে।