মাহিয়া মাহিকে নিয়ে আরটিভির তৈরি ফটোকার্ডকে বিকৃত করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, মাহিয়া মাহিকে নিয়ে আরটিভির তৈরি একটি ফটোকার্ডকে এডিটের মাধ্যমে বিকৃত করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে চিত্রনায়িকা এবং আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে স্বতন্ত্র পদপ্রার্থী মাহিয়া মাহির নির্বাচনী প্রচারণাকালে তোলা আরটিভির লোগোসহ প্রচার করা একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। ছবিটিতে মাহিয়া মাহির পাশে একজন লোককে মধ্যাঙ্গুলি প্রদর্শন করতে দেখা যায়। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৯ ডিসেম্বর '💔😔ডিপ্রেশন😔💔' নামে একটি ফেসবুক গ্রুপে 'Ariyan Khan' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে চিত্রনায়িকা মাহিয়া মাহির নির্বাচনী প্রচারণাকালে তোলা একটি ছবিসহ একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "লিজেন্ডরা অন্যকিছু দেখবে😁😁"। ছবিটিতে মাহিয়া মাহির পাশে দাঁড়ানো একজন লোককে মধ্যাঙ্গুলি প্রদর্শন করতে দেখা যায়। এছাড়াও, ছবিটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির লোগো যুক্ত থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আরটিভির ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ডকে এডিটের মাধ্যমে বিকৃত করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
ফটোকার্ডটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটি আলোচ্য ফটোকার্ডের সাথে মিলে যায়। তবে, আলোচ্য ফটোকার্ডে যুক্ত ছবিটির মত এই আরটিভির ফটোকার্ডে যুক্ত ছবিটিতে মধ্যাঙ্গুলি দেখানো হয়নি বরং 'ভি' চিহ্ন দেখানো হয়েছে। আরটিভির ফেসবুক পোস্টটি দেখুন--
এবারে আলোচ্য ফটোকার্ডটি (বামে) এবং আরটিভির ফেসবুক পেজে পাওয়া ফটোকার্ডটি (ডানে) দেখুন পাশাপাশি--
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর "সিনেমায় আর অভিনয় করবেন না মাহি!" শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করে আরটিভি। ওই প্রতিবেদনটি সামাজিক মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে একটি মাহিয়া মাহির নির্বাচনী প্রচার-প্রচারণার কালের ছবিসহ একটি ফটোকার্ড ফেসবুকে পোস্ট করে চ্যানেলটি। সেই ফটোকার্ডকে এডিটের মাধ্যমে বিকৃত করেই আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং মাহিয়া মাহির ছবিসহ আরটিভির ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডকে এডিটের মাধ্যম বিকৃত করে ভিন্ন অর্থে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।