"পৃথিবীতে ইসলাম ছাড়া কোনও ধর্ম থাকা উচিত নয়" এরকম বলেননি ওম পুরী
ইসলাম সম্পর্কে অন্যদের ধারণা প্রসঙ্গে পাকিস্তানি চ্যানেল 'দুনিয়া নিউজ'-কে দেয়া ওম পুরীর বক্তব্য বিকৃতভাবে ছড়ানো হয়েছে।
ফেসবুকে প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরীর করা ইসলাম ধর্ম সম্পর্কিত একটি ভুয়া বক্তব্য শেয়ার করা হচ্ছে। তিনি নাকি বলেছিলেন, ''পৃথিবীতে ইসলাম ছাড়া কোনও ধর্ম থাকা উচিত নয়।''
অনেকে আওয়ারইসলাম২৪ডটকম নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনের লিংক শেয়ার করছেন যার শিরোনাম, "পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকা উচিত নয় : বলিউড অভিনেতা"। আওয়ারইসলাম২৪ডটকম এর প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে।
গত কয়েক বছর ধরে এই খবর ফেসবুকে বিভিন্ন সময়ে ভাইরাল হয়েছে। দেখুন স্ক্রিনশটে--
বুম বাংলাদেশ পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া ওম পুরীর একটি সাক্ষাৎকার খুঁজে পেয়েছে যেখানে পশ্চিমা বিশ্বে ইসলামের ধারণা সম্পর্কে উত্তর দিতে গিয়ে ওম পুরী বলেন, "মুসলিমরা নাকি ভাবে ইসলাম ছাড়া আর কোনও ধর্ম থাকা উচিত নয়। শুধুমাত্র ইসলাম থাকা উচিত। আর ইসলামই সবথেকে বড় ধর্ম। এইরকম ধারনা মুসলিমদের সম্পর্কে করা হয়। কিন্তু এটা একদমই সত্য নয়।" তার এই বক্তব্য পরিবর্তিত হয়েই ওই ভুয়া খবরটি ছড়াচ্ছে।