ফেক নিউজ
বিকাশ-এ ক্যাশব্যাকের মেয়াদোত্তীর্ণ অফারের খবর নতুন করে সংবাদমাধ্যমে
সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মেয়াদের একটি অফারের খবর নতুন করে ফেসবুকে পোস্ট করায় পাঠকের মধ্যে বিভ্রান্তি তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে।
সামাজিক মাধ্যমে 'বিকাশে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে!' শীর্ষক একটি সংবাদ ছড়িয়েছে যেখানে বিকাশে বিল প্রদান করলেই ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক পাওয়ার কথা বলা হচ্ছে। সংবাদ অনুযায়ী, প্রতি ঘণ্টায় প্রথম ৫ জন গ্রাহক বিল বিকাশ করে পেতে পারেন ১০০% ক্যাশব্যাক এবং সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত। সময় টিভি অনলাইনের খবরটি তাদের ফেসবুক পেজে গতকাল ২৩ ডিসেম্বর পোস্ট করা হয়।
সময়টিভির খবরটি কপি করে কোন কোন ফেসবুক ব্যবহারকারীও পোস্ট করেন।
ফ্যাক্ট চেক:
সময়টিভির খবরের ফেসবুক পোস্টের মন্তব্য সেকশনে অনেক ফেসবুক ব্যবহারকারী খবরটি প্রকাশের সময় নিয়ে অভিযোগ করেন।
বুম বাংলাদেশ দেখতে পায় সংবাদটি মূলত গত সেপ্টেম্বরের ১৮ তারিখ প্রকাশিত হয়। সেসময় বিকাশের পক্ষ থেকে অফারটি দেয়া হয়েছিল।
বিকাশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এ সংক্রান্ত পোস্ট দেখুন।
মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও খবরটি নতুন করে ফেসবুকে পোস্ট করা বিভ্রান্তিকর।
Claim : বিকাশে ১০০০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে!
Claimed By : নিউজ আউটলেটস
Fact Check : Misleading
Next Story