রুমিন ফারহানার বক্তব্যের খণ্ডাংশ বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বিএনপি নেত্রী রুমিন ফারহানার একটি ইউটিউব ভিডিওর খণ্ডাংশ বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি রিল ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন বিএনপি এবং জামায়াতের কর্মীদের হাত-পা ভেঙ্গে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরকম একটি ফেসবুক পোস্ট দেখুন এখানে।
গত ১৯ ডিসেম্বর 'মেজর জিয়া অমর হোক' নামের একটি ফেসবুক পেজে একটি রিল ভিডিও পোস্ট করে লেখা হয়, "মেসেঞ্জারে রুমিন ফারহানাকে যে বার্তা পাঠালো তারেক জিয়া"। এছাড়াও, ভিডিওটিতে দেখা যাচ্ছে রুমিন ফারহানা কোথাও থেকে দেখে দেখে পড়ে শোনাচ্ছেন, "বিএনপি-জামায়াতের কর্মীদের হাত-পা ভেঙ্গে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি।"। পোস্টে রিল ভিডিওটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। মূলত ইউটিউবে প্রচারিত বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের একটি ভিডিও'র খণ্ডাংশ নিয়ে তা বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চ করে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর 'Rumeen's Voice' নামের একটি ইউটিউব চ্যানেলে "নির্বাচনের মাঠে আ. লীগের মাস্তানি; রাজ্জাক-কাদের পাল্টাপাল্টি । Rumeen's Voice । রুমিন ফারহানা" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটির ৬ মিনিট ৫৬ সেকেন্ড থেকে রুমিন ফারহানাকে একটি মোবাইল ফোন থেকে একটি সংবাদ পড়ে শোনাতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, "বিএনপি-জামায়াতের কর্মীদের যদি কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায়, তাহলে তাদের হাত-পা ভেঙে দিতে বলেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। প্রতীক বরাদ্দের পর সোমবার বিকেলে কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইঁয়ার বাড়িতে উঠান বৈঠকে এ মন্তব্য করেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন বাহার। বাহার বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনো প্রার্থীর পক্ষে বিএনপি-জামায়াত কর্মীদের পেলে তাদের হাত-ঠ্যাং (পা) ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি। কোনো ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।"। অর্থাৎ কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন বাহারের দেওয়া একটি বক্তব্য নিয়ে প্রচারিত হওয়া সংবাদ পড়ে শোনাচ্ছিলেন তিনি। ইউটিউব ভিডিওটি দেখুন--
উক্ত ভিডিওর বক্তব্যের তথ্যের ভিত্তিতে কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল বাংলা নিউজ টোয়েন্টিফোরের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর "কোনো প্রার্থীর পক্ষে বিএনপি কর্মীদের পেলে হাত-পা ভেঙে দেবেন: এমপি বাহার" শিরোনামে প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। ওই সংবাদে বলা হয়, "যদি বিএনপি-জামায়াতের কর্মীদের কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায়, তাহলে তাদের হাত-পা ভেঙে দিতে বলেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, প্রতীক বরাদ্দের পর সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা সদরের ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূইঁয়ার বাড়িতে উঠান বৈঠকে এ মন্তব্য করেন কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাহাউদ্দিন বাহার। এসময় বক্তব্যে এমপি বাহার বলেন, আগামী ৭ জানুয়ারি ভোট। বিএনপি হেরে যাবে বলে নির্বাচনে আসেনি। কোনো প্রার্থীর পক্ষে বিএনপি-জামায়াত কর্মীদের পেলে তাদের হাত-ঠ্যাং (পা) ভেঙে দেবেন আপনারা। আমি আপনাদের সঙ্গে আছি। কোনো ভয়ের কারণ নেই। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাবে কুমিল্লার মানুষ।" স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ভিডিওটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করেননি রুমিন ফারহানা। বরং বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের দেওয়া হুমকি নিয়ে একটি সংবাদ ওই ভিডিওতে পড়ে শোনাচ্ছিলেন রুমিন ফারহানা। ওই ভিডিওর খণ্ডাংশ বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।
সুতরাং ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের ভিডিওর খণ্ডাংশ ফেসবুকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।