পাঞ্জাবি পরা ইলন মাস্কের ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি
বুম বাংলাদেশ দেখেছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলের বিয়েতে ইলন মাস্ক আসেননি, ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপে টেসলা, স্পেস এক্স ও সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর কর্ণধার ইলন মাস্কের পাঞ্জাবি পরা একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠানে এসেছেন ইলন মাস্ক। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৪ মার্চ ফেসবুকের একটি গ্রুপে 'Alex Shadid' নামের ফেসবুক পেজ থেকে "অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে ইলন মাস্ক" ক্যাপশনে ইলন মাস্কের ছবি যুক্ত করে একটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি বাস্তব নয় বরং কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই প্রযুক্তি ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে অনন্ত আম্বানির প্রাক বিয়েতে পৃথিবীর বিভিন্ন বিখ্যাত ধনকুবের ও সেলিব্রিটির যোগদানের খবর পাওয়া গেলেও ইলন মাস্কের উপস্থিতির কোনো খবর পাওয়া যায়নি। পরবর্তীতে ছবিটির দিকে লক্ষ্য করলে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা যায়, যা এআই জেনারেটেড ছবির বৈশিষ্ট্যের সাথে মিলে যাওয়ায় এআই ইমেজ ডিটেক্টর টুলস দিয়ে ছবিটি যাচাই করা হয়।
শক্তিশালী এআই ইমেজ ডিটেক্টর টুলস 'হাইভ মডারেশন' এর ফলাফল অনুযায়ী, আলোচ্য ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (এআই) দ্বারা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৯৯.৯৯ শতাংশ। হাইভ মডারেশন এর ফলাফলের স্ক্রিনশট দেখুন-
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ভারতীয় ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান 'বুম বাংলা'-তে গত ৩ মার্চ "অম্বানী পরিবারের অনুষ্ঠানে ইলন মাস্ক দাবি করে ছড়াল এআইয়ের তৈরি ছবি" শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্ট-চেক প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, "ইলন মাস্কের ছবিটি আসল কোনও দৃশ্যের নয়। কৃত্তিম বুদ্ধিমত্তার কল্পনায় মাস্কের এই ছবি তৈরি করা হয়েছে"। প্রতিবেদনটিতে এআই প্রযুক্তির সাহায্যে নির্মিত ছবিতে যেমন অসঙ্গতি থাকে এমন একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ইলন মাস্কের পাঞ্জাবি পরা ছবিটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। এছাড়াও ইলন মাস্ক অনন্ত আম্বানির প্রাক বিয়ের অনুষ্ঠানে যোগদানও করেননি।
সুতরাং ইলন মাস্কের এআই নির্মিত ছবিকে বাস্তব ছবি হিসেবে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।