ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন না ইলন মাস্ক
বুম বাংলাদেশ দেখেছে, ইলন মাস্ক তাঁর এক টুইটার পোস্টে রসিকতা করে ফুটবল ক্লাব ম্যান ইউ'কে কেনার কথা বলেছিলেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজে একটি সংবাদ শেয়ার করা হচ্ছে, যেখানে বলা হয় ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নিচ্ছেন ইলন মাস্ক। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৭ আগস্ট "আজকের পত্রিকা" তাদের ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে লেখে, "সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার চুক্তি থেকে সরে আসার পর এবার ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনবেন বলে ঘোষণা দিয়েছেন টেসলা মালিক ইলন মাস্ক..."। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, ইলন মাস্ক ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন না। এক টুইটার পোস্টে ফুটবল ক্লাবটি কেনার কথা বললেও সেই পোস্টেরই এক রিটুইটে তিনি জানান যে, স্রেফ মজা করেই তিনি কথাটি বলেছেন এবং তিনি কোনো ফুটবল ক্লাবই কিনতে চান না।
কীওয়ার্ড সার্চ করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের নিজস্ব টুইটার একাউন্টে গত ১৭ আগস্ট একটি টুইটার পোস্ট এবং সেই পোস্টের উপরে রিটুইট লক্ষ্য করা যায়। ১৭ আগস্টের ওই পোস্টে ইলন মাস্ককে লিখতে দেখা যায়, "Also, I'm buying Manchester United ur welcome"। মূলত এই পোস্ট থেকেই বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, ইলন মাস্ক ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নিচ্ছেন। টুইটার পোস্টটি দেখুন--
তবে, ইলন মাস্কের ওই টুইটার পোস্টে "Tesla Owners Silicon Valley" নামের আরেকটি টুইটার একাউন্ট থেকে একটি রিটুইট করতে দেখা যায় যেখানে ওই একাউন্ট থেকে ইলন মাস্কের ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবটি কিনে নেওয়ার নিশ্চয়তার ব্যাপারে জানতে চাওয়া হয়। সেই রিটুইটের জবাবে কোনো স্পোর্টস টিম কিনছেন না জানিয়ে মাস্ক বলেন, এটা শুধুই রসিকতা ছিল। টুইটার পোস্টের রিটুইটগুলোর স্ক্রিনশট দেখুন--
তবে, ইলন মাস্কের করা প্রথম টুইটার পোস্টের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদটি ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়ে, ইলন মাস্ক ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবটি কিনে নিচ্ছেন। এই প্রেক্ষিতে আরো সার্চ করে ১৭ আগস্ট যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম সিএনএনের করা "No, Elon Musk is not buying Manchester United" শিরোনামের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনেও বলা হয়েছে, ইলন মাস্ক ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ব্যাপারে মজা করেই টুইট করেছিলেন মাত্র। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ১৭ আগস্ট "newsbangla24"-এ প্রকাশিত "ম্যান ইউ কেনা নিয়ে মজা করেছিলেন মাস্ক" শিরোনামের একটি প্রতিবেদনেও জানা যায় একই তথ্য। ওই প্রতিবেদনে বলা হয়, "ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কেনা নিয়ে টুইট করে বেশ আলোড়ন তুলেছিলেন তিনি, তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এ ধনকুবের জানিয়েছেন, ম্যানইউ কেনা নিয়ে যে টুইটটি তিনি করেছেন, তা আসলে রসিকতা।" প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ, ইলন মাস্ক রসিকতা করে এক টুইটার পোস্টে ম্যানচেস্টার ইউনাইটেড কেনার কথা বলেছিলেন যেটাকে সত্যি বলে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।