ফেক নিউজ
শনিবার নয়, সৌদিতে রোববার ঈদ
সৌদি আরবে আগামী শনিবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে ভুল খবর প্রচারিত হয়েছে কিছু অনলাইন পোর্টালে।
আগামীকাল শনিবার (২৩ মে, ২০২০) সৌদি আরবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বলে কিছু অনলাইন পোর্টালে খবর প্রকাশিত হয়েছে।
যেমন বাংলাদেশ জার্নাল নামক একটি পোর্টালের খবরের শিরোনাম, "সৌদিতে চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ"।
এছাড়াও আরও কয়েকটি পোর্টালে একই খবর প্রকাশিত হয়েছে; যা দেখতে ক্লিক করুন এখানে ও এখানে।
কিন্তু সৌদি কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, শনিবার ঈদুল ফিতর হবে না। কারণ শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। আগামী রোববার সৌদিতে ঈদ অনুষ্ঠিত হবে।
দেখুন সৌদি গেজেটের টুইট--
#BREAKING: #SaudiArabia will celebrate #EidAlfitr on Sunday as Shawwal moon was not sighted on Friday pic.twitter.com/ctbZY1g3bz
— Saudi Gazette (@Saudi_Gazette) May 22, 2020
আরব নিউজের প্রতিবেদন-
Claim : শুক্রবার চাঁদ দেখা গেছে, সৌদিতে শনিবারে ঈদ
Claimed By : Websites
Fact Check : False
Next Story