শামা ওবায়েদ ও নুরুল হক নুরের এই ছবিটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, বিএনপি নেত্রী শামা ওবায়েদ ও গণ অধিকার পরিষদ নেতা নুরের দুটি পৃথক ছবিকে এডিট করে ছবিটি বানানো হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দু'জনকে দাঁড়ানো অবস্থায় পোজ দিতে দেয়া যায়। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২১ জুন 'শেখ ফরিদ' নামের একটি ফেসবুক আইডি ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "লাভ অফ মাই লাইফ"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি এডিট করা।
ছবিটির বিভিন্ন কী-ফ্রেম নিয়ে রিভার্স সার্চ করার পর, 'Nurul Haque Nur' নামের একটি ফেসবুক পেজে গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের ছবিটি খুঁজে পাওয়া যায়, যেখানে কালো পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির সাথে নুরকে পোজ দিতে দেখা যায়। গত ৪ ফেব্রুয়ারি করা ঐ পোস্টের ক্যাপশন থেকে জানা 'জিয়াউর রহমান জিয়া' নামের ঐ ব্যক্তি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব পদে আছেন।
পরবর্তীতে একই উপায় সার্চ করে, 'শামা ওবায়েদ' নামে অন্য একটি ফেসবুক পেজে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামের ছবিটি খুঁজে পাওয়া যায়। গত ৫ জুন 'নিউইয়র্কে কোন একসময়।' ক্যাপশনে পোস্ট করা ছবিতে শামা ওবায়েদকে এক নারীর সাথে দাঁড়ানো দেখা যায়। দেখুন--
প্রসঙ্গত, আলোচ্য কোনো ফেসবুক পেজই ভেরিফাইড না হলেও পেজ দুটির ইন্ট্রোতে এই দুই রাজনৈতিক নেতার 'অফিশিয়াল ফেসবুক পেজ' বলে উল্লেখ করা হয়েছে।
এখন এই দুটি ছবিকেই মিরর ভিউ থেকে এডিট করে ফেসবুকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে। ছবিগুলোর মধ্যে তুলনা দেখুন--
অর্থাৎ সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিটি এডিট করা।
সুতরাং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নুরের একসাথে ধারণ করা ছবি দাবি করে মূলত এডিট করা একটি ছবি প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।