বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এই ছবিটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, শিশুকে দুধ পান করানোর একটি প্রতীকী ছবিকে এডিট করে অভিনেত্রী আলিয়া ভাটের বলে দাবি করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, অভিনেত্রী আলিয়া ভাটের ছবি এটি। ছবিতে দেখা যায়, আলিয়া একটি শিশুকে স্তন্যপান করাচ্ছেন। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৮ জানুয়ারি 'Samiya Kabir Safa' নামের ফেসবুক পেজ থেকে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, "মেয়ে রাহার সাথে আলিয়া"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ছবিটি এডিট করা।
রিভার্স সার্চ করার পর দেখা যায়, 'Babycentre.co.uk' নামের একটি ওয়েবসাইটে 'Solids by age: birth to six months' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে একজন মায়ের প্রতীকী ছবি হিসাবে আলোচ্য ছবিটি যুক্ত করা হয়েছে। ছবিতে একজন নারীকে তার শিশু সন্তানকে দুধ পান করাতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
মূলত এই ছবিকেই এডিট করে অভিনেত্রী আলিয়া ভাটের চেহারা যুক্ত করে আলোচ্য ছবিটি তৈরী করা হয়েছে। দুটি ছবির তুলনা দেখুন--
কি-ওয়ার্ড ধরে সার্চ করে দেখা যায়, ভারতীয় সংবাদমাধ্যম টাইম্স অব ইন্ডিয়া গত ২০২২ সালের ২১ ডিসেম্বর "Fact Check: Is Alia Bhatt really breastfeeding daughter Raha in THIS viral picture? Here’s the truth" শিরোনামে ছবিটি সম্পর্কে প্রকাশিত তথ্য যাচাই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনেও ছবিটি এডিট করা বলা উল্লেখ করা হয়।
এছাড়াও ছবিটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘Hindustan Times বাংলা’ সহ একাধিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে। প্রসঙ্গত, মুম্বাইয়ের একটি হাসপাতালে গত নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দেন বলিউডের এই অভিনেত্রী।
অর্থাৎ অভিনেত্রী আলিয়া ভাটের সাথে তার শিশু কন্যা বলে দাবি করা এই ছবিটি এডিট করা।