রিয়েলিটি শো'র দৃশ্য যুক্ত করে কোরআন তেলাওয়াতের ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভারতের টেলিভিশন চ্যানেলে প্রচারিত একটি রিয়েলিটি শো'র দৃশ্য যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে ভারতীয় অভিনয়শিল্পী এবং সঙ্গীতশিল্পীদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াতের একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১৮ অক্টোবর 'Naimul Reaid' নামে একটি ফেসবুক আইডি থেকে ভারতের কয়েকজন অভিনয়শিল্পী এবং সঙ্গীতশিল্পীদের উপস্থিতিতে কোরআন তেলাওয়াতের একটি ভিডিও পোস্ট করে বলা হয়, "❣️শিশুটির মধুর কন্ঠের,🕋,, 🌹 কোরআন তেলাওয়াত 🕋🙌,,,?"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টটি এডিটেড। ভারতের সনি এন্টারটেইনমেন্ট নামে একটি টেলিভিশন চ্যানেলে 'ইন্ডিয়া'স গট ট্যালেন্ট' নামে প্রচারিত একটি রিয়েলিটি শো'র দৃশ্য যুক্ত করে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ভিডিওটি পর্যবেক্ষণের পরে ওই ভিডিওটিতে ভারতের সঙ্গীতশিল্পী আদিত্য প্রতীক সিসোড়িয়া যিনি বলিউডে বাদশাহ নামে পরিচিত তাকে দেখতে পাওয়া যায়। এছাড়া আরো কিছু দৃশ্য দেখা যায়, যেগুলো রিয়েলিটি শো থেকে কেটে যুক্ত করা হয়েছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম কেটে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে 'SET India' নামে একটি ইউটিউব চ্যানেলে "यह गाना सुनकर Badshah हुए Emotional | India's Got Talent | Kirron K, Shilpa S, Badshah, Manoj M" শিরোনামে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওটিতে আলোচ্য ভিডিওতে দেখানো একাধিক দৃশ্যের মিল খুঁজে পাওয়া যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
আলোচ্য ভিডিওটির দৃশ্যের সাথে ইউটিউবে পাওয়া রিয়েলিটি শো'র ভিডিওটির দৃশ্যের সাথে মিল রয়েছে এমন একটি দৃশ্যের তুলনামূলক চিত্র দেখুন--
এবারে আরেকটি দৃশ্যের পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ ভারতের টেলিভিশন চ্যানেল সনি এন্টারটেইনমেন্টে প্রচারিত ইন্ডিয়া'স গট ট্যালেন্ট নামের একটি রিয়েলিটি শো'র দৃশ্য কেটে নিয়ে একটি কোরআন তেলাওয়াতের ভিডিওর সাথে এডিট করে বসিয়ে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং এডিটের মাধ্যমে ভারতের একটি টেলিভিশনের রিয়েলিটি শো'য়ের ভিডিও কেটে একটি শিশুর কোরআন তেলাওয়াতের সাথে যুক্ত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।