তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ভুয়া ভিডিও ভাইরাল
বুম বাংলাদেশ দেখেছে, ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের ফুটেজ যুক্ত করে অনলাইন টকশো'র আদলে ভিডিওটি তৈরি করা হয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের টকশোতে মুখামুখি কথা বলার ভিডিও এটি। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
১২ অক্টোবর 'Kazi Mission' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ''লাইভে মূখোমুখি সজীব ওয়াজেদ জয় এবং তারেক রহমান লাইভে মূখোমুখি হয়ে সজীব ওয়াজেদ জয়কে কঠিন জবাব দিলেন তারেক রহমান।"
একই দাবিতে ভিডিওটি ফেসবুকে একাধিক আইডি ও পেজ থেকে পোস্ট করতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি বিভ্রান্তিকর। তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের মধ্যে কখনো কোনো লাইভ অনুষ্ঠান হয়নি। মূলত দু'টি ভিন্ন ভিডিওর ফুটেজ যুক্ত করে ভাইরাল ভিডিওটি এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যা ওইদিন 'Tarique Rahman' নামের একটি পেজে পোস্ট করা হয়ে। উক্ত ভিডিওটির ১২ মিনিট ২২ সেকেন্ড থেকে বাকি অংশটি কেটে আলোচ্য ভাইরাল ভিডিওতে যুক্ত করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
ভিডিওটি দেখুন এখানে
অপরদিকে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া সজীব ওয়াজেদ জয়ের অংশটি, গত ২৫ আগস্ট বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্মেদ পলকের অফিশিয়াল ফেসবুক পেজের ওয়ালে লাইভ সম্প্রচারিত একটি অনুষ্ঠানের আংশিক ক্লিপ থেকে সংগ্রহ করা হয়েছে। অনুষ্ঠানের স্ক্রিনশট দেখুন-
অনুষ্ঠান দুটিতে তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয় যে পোশাক পরেছিলেন, পেছনে যে ব্যাকগ্রাউন্ড ছিলো সবই এডিটেড ভিডিওর সাথে হুবহু মিলে যায়। পাশাপাশি ভাইরাল ভিডিওটিতে সজীব ওয়াজেদ জয়কে কোনো কথা বলতে শোনা না গেলেও তারেক রহমানের ১ জানুয়ারি অনুষ্ঠানটিতে দেয়া বক্তব্যের সাথে এডিটেড ভিডিওর ফুটেজের বক্তব্যের হুবহু মিল পাওয়া গেছে।
সুতরাং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ভিন্ন ভিন্ন দুটি অনুষ্ঠানের ভিডিওকে সম্পাদনা করে অনলাইন টকশো'র আদলে পাশাপাশি রেখে ভাইরাল ভিডিওটি তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।