আরাফাতের বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আরাফাতের বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ, আইডি ও গ্রুপ থেকে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী প্রচারণার একটি বক্তব্যের ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে তাঁকে বলতে শোনা যাচ্ছে "চারিদিকে নৌকার ভোট, নৌকা তো এমনিতে জিতে যাবে। আপনি ভোট না দিলেও জিতে যাবে।" এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, ও এখানে।
গত ১৩ জুলাই Hero Alom Bogura নামের একটি ফেসবুক পেজ থেকে ১৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, "আপনি ভোট না দিলে নৌকা এমনি জিতে যাবে বা কি কথা। ঢাকা ১৭ আসনের আওয়ামী লীগের প্রার্থী আরাফাতের কথা।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাতের নির্বাচনী প্রচারণার একটি বক্তব্যের ভিডিওর খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে। পূর্ণাঙ্গ ভিডিওতে দেখা গেছে 'ভোট না দিলেও নৌকা জিতে যাবে' এ ধরণের কোন বক্তব্য তিনি দেননি।
এ বিষয়ে সার্চ করে মোহাম্মদ এ আরাফাতের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করতে দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি বলেন, "আমার বক্তব্য এডিট করে স্বাধীনতা বিরোধী রাজাকার শাবকগোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে। আমি নাকি বলেছি, ‘আপনি ভোট না দিলেও নৌকা জিতে যাবে।’ অথচ আমি যা বলেছি তা একেবারেই এর উল্টো। অর্থাৎ, আমি বলেছি আপনি ভোট না দিলে যদি ভাবেন নৌকা জিতে যাবে, তা ঠিক নয়, আপনাকে ভোট দিতে যেতে হবে, তাহলেই নৌকা জিতবে।" পোস্ট করা ভিডিওতে তাঁর পূর্ণাঙ্গ বক্তব্য উঠে এসেছে, যেখানে দেখা যায় ভোট না দিলেও নৌকা জিতে যাবে এমন কথা তিনি বলেননি। দেখুন--
মোহাম্মদ আরাফাতের পোস্ট করা ভিডিওটিতে 'Bayanno TV l বায়ান্ন টিভি'র লোগো থাকতে দেখা যায়। এর সূত্র ধরে সার্চ করে Bayanno TV l বায়ান্ন টিভির ফেসবুক পেজে গিয়ে আলোচ্য ভিডিওটির একটি দীর্ঘ ভার্সন পাওয়া যায়। ভিডিওটির ১ মিনিট ৩০ সেকেন্ডে গিয়ে মোহাম্মদ আরাফাতকে বলতে শোনা যায়, "আমরা যদি ভাবি আমার ডানে নৌকার ভোট, বামে নৌকার ভোট, সামনে নৌকার ভোট, পিছে নৌকার ভোট, চারিদিকে নৌকার ভোট। নৌকা তো এমনি জিতে যাবে। আমি ভোট না দিলেও জিতে যাবে। এই চিন্তা আমি করতে পারবো না, আমরা করতে পারবো না।" স্ক্রিনশর্ট দেখুন--
অর্থাৎ "ভোট না দিলে নৌকা জিতে যাবে" এ ধরণের কোন বক্তব্য মোহাম্মদ আরাফাত দেননি। তাঁর বক্তব্যকে বরং খণ্ডিত করে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য আগামীকাল ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন মোহাম্মদ আরাফাত।
সুতরাং ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নৌকার প্রার্থী মোহাম্মদ আরাফাতের একটি বক্তব্যের খণ্ডাংশ বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।