সময় টিভির নামে ভাইরাল হওয়া স্ক্রিনশটটি এডিট করা
সময় টিভির অনলাইনে প্রকাশিত খবরের শিরোনাম এডিট করে বানানো এই স্ক্রিনশট সামাজিক মাধ্যমে প্রচার করা হয়।
ফেসবুকে ভাইরাল হওয়া সময় টিভির একটি খবরের স্ক্রিনশটে দাবি করা হচ্ছে, নীল বোরকাধারী মহিলাটি মামুনুল হকের কেউ নন, সব ছিল যুবলীগের ষড়যন্ত্র। দেখুন এমন কিছু পোস্টের লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে।
গতকাল ৬ এপ্রিল Morshed Alam নামের আইডি থেকে একটি খবরের স্ক্রিনশট পোস্ট করা হয়। স্ক্রিনশটটির উপরের অংশে সময় নিউজের একটি লগো দেখা যাচ্ছে। খবরটির ক্যাপশনে এবং শিরোনামে বলা হচ্ছে, 'নীল বোরকা পড়া মেয়েটি মামুনুলের স্ত্রী ছিল না, সবই ছিল যুবলীগের ষড়যন্ত্র'। এছাড়া শিরোনামের নিচের অংশে লেখা আছে, "হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক…" দেখুন পোস্টটির একটি স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, সময় টিভির লগো সম্বলিত খবরের স্ক্রিনশটটি এডিট করা। প্রথমত, খবরটির ফিচার ফটোতে মামুনুল হক এবং বোরকা পরহিত একজন নারীসহ শিরোনামের নিচে অর্থাৎ 'হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক' অংশটি সময় টিভির আরেকটি খবরের সাথে হুবহু মিলে যাচ্ছে। মূলত গত ৫ এপ্রিল সময় টিভির অফিশিয়াল পেইজে এই খবরটি দেখা যায়। দেখুন--
এছাড়া সময় টিভি থেকেও এই স্ক্রিনশটের খবরটিকে ভুয়া দাবি করে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 'গণমাধ্যমের নামে ভুয়া খবর ছড়াচ্ছে মামুনুল সমর্থকরা' শিরোনামের খবরটিতে উপরোক্ত স্ক্রিনশটের ব্যাপারে দাবি করা হয়, সংবাদমাধ্যমের লগো ব্যবহার করে বেশ কিছু ভুয়া স্ক্রিনশট তৈরি করা হচ্ছে যার কারনে পাঠক বিভ্রান্ত হচ্ছে।
এর বাইরেও 'নীল বোরকা পড়া মেয়েটি মামুনুলের স্ত্রী ছিল না, সবই ছিল যুবলীগের ষড়যন্ত্র' শিরোনামে সময় টিভির অফিশিয়াল পেইজে কোনো খবর খুঁজে পায়নি বুম বাংলাদেশ।
অর্থাৎ সময় টিভির খবর এডিট করে স্ক্রিনশট তৈরি করে করা দাবিটি ভিত্তিহীন।