চ্যানেল ২৪ এর ফটোকার্ড সম্পাদনা করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, চিত্রনায়ক রুবেলের মন্তব্য নিয়ে চ্যানেল২৪ এর ফটোকার্ড সম্পাদনা করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪ এর লোগো সম্বলিত ফটোকার্ডে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন--তিনি মারা যাননি বরং সুস্থ ও ভালো আছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ২৮ জুলাই ফেসবুকের একটি গ্রুপে 'অসমাপ্ত গল্প' নামের একটি অ্যাকাউন্ট থেকে ফটোকার্ডটি পোস্ট করে বলা হয়, "জ্বি আজরাইল ফেরেস্তা মারা যাবে কিন্তু আপনার মৃত্যু হবে নাহ কারণ আপনার প্রাণ তো আর সবার মতো নাহ আপনার পরাণ'টা হলো কুষ্টি পাতর"। চ্যানেল ২৪ এর লোগো সম্বলিত ফটোকার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুরোনো একটি ছবি দিয়ে উল্লেখ করা হয়, "মারা যাইনি আমি, সুস্থ আছি ও ভালো আছি: মাননীয় প্রধানমন্ত্রী।" পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি এডিটেড। চিত্রনায়ক রুবেলের মন্তব্য নিয়ে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল২৪ এর একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচ্য ফটোকার্ডে চ্যানেল২৪ এর লোগো থাকায় ফেসবুকে চ্যানেলটির ভেরিফাইড পেজে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে গত ২৬ জুলাই পেজটিতে প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। মূল ফটোকার্ড সহ প্রকাশিত পোস্টের স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, উপরে উল্লিখিত পোস্টের কমেন্টে বেসরকারি সম্প্রচার মাধ্যম 'চ্যানেল২৪' এর অনলাইন সংস্করণে "মারা যাইনি আমি, সুস্থ আছি, ভালো আছি: চিত্রনায়ক রুবেল" শীর্ষক একই ধরণের বক্তব্য সম্বলিত শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে শুক্রবার (২৬ জুলাই) দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান- মারা যাইনি আমি, সুস্থ আছি, ভালো আছি (সংক্ষেপিত)। আলোচ্য ফটোকার্ডটি (বামে) ও চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটির (ডানে) পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটিতে 'চিত্রনায়ক রুবেল' লেখার স্থলে 'মাননীয় প্রধানমন্ত্রী' লেখা সম্পাদনা করে যুক্ত করা হয়েছে। পাশাপাশি চিত্রনায়ক রুবেলের ছবি এডিটের মাধ্যমে পরিবর্তন করে প্রধানমন্ত্রীর একটি পুরোনো ছবি যুক্ত করে আলোচ্য ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে 'চ্যানেল২৪' এর একটি ফটোকার্ড সম্পাদনা করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে।