বিভ্রান্তিকর তথ্য সহ ঢাকা পোস্টের নামে এডিটেড ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ঢাকা পোস্টের ফরম্যাট সম্পাদনার মাধ্যমে তৈরিকৃত আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।

সামাজিক মাধ্যম ফেসবুকে 'ঢাকা পোস্ট'-এর একটি ফটোকার্ডের ছবি সহ আরো কিছু স্ক্রিনশট যুক্ত করা একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট-এ "ধর্ষণে সেঞ্চুরি ৭৩ ঘন্টায় ১০০ ধর্ষণ" শিরোনামে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এতে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৫ ফেব্রুয়ারি 'Faceless Democracy - মুখহীন গণতন্ত্র' নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচ্য ফটোকার্ডটিযুক্ত একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "৫৩ বছর পর নতুন রেকর্ড! ৭৩ ঘন্টায় সেঞ্চুরী, নতুন রেকর্ড!"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি সম্পাদিত। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এছাড়াও আলোচ্য ফটোকার্ডটি তাদের তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
আলোচ্য ফটোকার্ডের ধরণ অনুযায়ী সার্চ করে ঢাকা পোস্ট এর ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে প্রচারিত (২০২৪ সালের ১৬ জুলাই) ব্রেকিং নিউজ সংক্রান্ত একটি ফটোকার্ডটি পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ডটির সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও ঢাকা পোস্টের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ফেসবুক গ্রুপে প্রচারিত মূল ফটোকার্ড (ডানে) এর পাশাপাশি তুলনা দেখুন--
এদিকে ঢাকা পোস্ট এর ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে ২৭ ফেব্রুয়ারি আলোচ্য ফটোকার্ডটির বিষয়ে ''সম্প্রতি ঢাকা পোস্টের আদলে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছড়িয়ে পড়া ওই ফটোকার্ডটি ঢাকা পোস্টের নয়'' শীর্ষক তথ্য সহ একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি ঢাকা পোস্টের ফেসবুক পেজে ২০২৪ সালের ১৬ই জুলাই প্রকাশিত "দেশের সব স্কুল-কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা" শীর্ষক সংবাদের ফটোকার্ডটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য সার্চ করে দাবি "ধর্ষণে সেঞ্চুরি ৭৩ ঘন্টায় ১০০ ধর্ষণ" সংক্রান্ত তথ্যের সত্যতা গণমাধ্যম সহ কোনো নির্ভরযোগ্য মাধ্যমেই পাওয়া যায়নি। প্রায় সমসাময়িক সময়ে ৬৫ ঘন্টায় ৭২ জন ধর্ষণের শিকার, ৬৫ ঘন্টায় ৭৪ ধর্ষণ, ৪৮ ঘন্টায় ৫০ ধর্ষণ, ৪৮ ঘন্টায় ১৭ ধর্ষণ সহ বেশকিছু সমজাতীয় দাবি প্রচার করা হয়েছে। তবে দাবিগুলো অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর প্রমাণ করে 'বুম বাংলাদেশ' ইতোমধ্যেই ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করেছে। মূলত ২০-২৩ ফেব্রুয়ারি সময়কালে গ্রহণযোগ্য মাধ্যমের খবর অনুযায়ী ৮টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা পোস্টের একটি ফটোকার্ডকে বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য যুক্ত করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।