পুরানো ছবি ব্যবহার করে এসএসসি পরীক্ষা বিরোধী প্রচারণা
২০১৮ সালের ছবিকে এডিট করে নতুনভাবে প্রচার করা হচ্ছে কিছু ফেসবুক গ্রুপে।
ফেসবুকে সম্প্রতি কিছু ছবি দেখা যাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে শিক্ষার্থীরা করোনার মহামারীর মধ্যে কোন মাধ্যমিক পরীক্ষা (এসএসসি) চায় না। দেখুন এমন কিছু পোস্ট এখানে এখানে এখানে এবং এখানে।
এরকম একটি ছবি দেখা যায় 'মজা লস' নামক একটি গ্রুপে। ছবিটি পোস্ট করা হয় Afsana Arafat Ayra নামক একটি প্রফাইল থেকে।
যেখানে দেখা যাচ্ছে কিছু মেয়েকে প্লাকার্ড হাতে আন্দোলনরত। এছাড়া প্ল্যাকার্ডগুলোতে যথাক্রমে লেখা "We Want Auto Promotion". এছাড়া আরো দুটিতে যথাক্রমে লেখা" "করোনার মধ্যে এসএসসি নয়" এবং "এসএসসি বাতিল চাই, আমাদের দোষটা কোথায়? পোস্টটির আর্কাইভ লিংক দেখুন এখানে।
কিন্তু বুমের অনুসন্ধানে দেখা গেছে, ছবিটি মূলত ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ের। ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী, ছবিটি যশোরে নিরাপদ সড়ক আন্দোলন চলাকালের এবং তোলা হয়েছে ২০১৮ সালের আগস্ট মাসের ২ তারিখে।
এছাড়া ছবিগুলো ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেইজে আপলোড করা হয়েছে একই দিনে অর্থাৎ ২০১৮ সালের আগস্ট মাসের ২ তারিখে।
অর্থাৎ, উক্ত ছবিগুলো ২০২০ সালের এসএসসি পরীক্ষা বাতিল আন্দোলনের নয়, বরং সেগুলো এডিট করা হয়েছে। তাই বলা যায় ছবিটি ভুয়া।