স্পেনের ফুটবল ক্লাবের ফেসবুক পেজে তাহসানের এডিটেড ছবি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, স্প্যানিশ ফুটবল ক্লাব কাদিস এর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত তাহসানের ছবিটি এডিট করে তৈরি করা।
সামাজিক মাধ্যম ফেসবুকে স্প্যানিশ ফুটবল ক্লাব কাদিস এর ভেরিফায়েড পেজ সহ বিভিন্ন পেজ থেকে বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসানের একটি ছবি পোস্ট করে তাকে 'সেরা সমর্থক' হওয়ার জন্য ধন্যবাদ জানানো হচ্ছে। পোস্টগুলো দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২৬ আগস্ট স্প্যানিশ ফুটবল ক্লাব কাদিস এর ভেরিফায়েড ফেসবুক পেজ 'Cadiz C.F.' থেকে তাহসানের একটি ছবি পোস্ট করে লেখা হয়, "🇧🇩 আমাদের সেরা সমর্থক হওয়ার জন্য তাহসান রহমান খানকে ধন্যবাদ 💛"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের সাথে প্রচারিত ছবিটি এডিটেড। গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসানের একটি ছবিতে স্প্যানিশ ক্লাব 'Cadiz C.F.' এর হলুদ জার্সি এডিট করে যুক্ত করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে বাংলাদেশের ট্যাবলয়েড পত্রিকা 'মানবজমিন' এর অনলাইন ভার্সনে ২০২১ সালের ৫ জুন "নিউ ইয়র্কে তাহসানের কনসার্ট আজ" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে তাহসানের অনুরূপ একটি ছবি খুঁজে পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এছাড়া 'বাংলাদেশ পোস্ট' এ ২০২০ সালের ২২ জুন প্রকাশিত একটি প্রতিবেদনেও একই ছবি খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন দুটিতে পাওয়া ছবি ও আলোচ্য পোস্টের ছবিটির মধ্যে পাশাপাশি তুলনা দেখুন--
অর্থাৎ গণমাধ্যমে প্রকাশিত গায়ক ও অভিনেতা তাহসানের পুরোনো একটি ছবিকে এডিট করে স্প্যানিশ ক্লাব তাদের ভেরিফাইড ফেসবুকে প্রচার করছে।
সুতরাং স্প্যানিশ ফুটবল ক্লাব কাদিস এর ভেরিফায়েড ফেসবুক পেজ 'Cadiz C.F.' থেকে কোনো ধরণের ডিসক্লেইমার ব্যতীত বাংলাদেশি গায়ক ও অভিনেতা তাহসানের একটি এডিটেড ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।