ফিলিস্তিনের পতাকা হাতে লিওনেল মেসির ছবিটি এডিটেড
বুম বাংলাদেশ দেখেছে, আইকনস নামে একটি প্রতিষ্ঠানে তৈরি আর্মব্যান্ডে স্বাক্ষরকালে তোলা ছবি এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির ফিলিস্তিনের পতাকা হাতে ধরা একটি ছবি পোস্ট করা হচ্ছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৫ অক্টোবর 'Md Junaid JiHad' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে ফিলিস্তিনের পতাকা হাতে লিওনেল মেসির একটি ছবি পোস্ট করে লেখা হয়, "ফিলিস্তিনের পতাকা হাতে এবার লিওনেল মেসি💗 Alhamdulillah ❤️🥰😇 #Messi #Bangladesh #icc #ICC #suggest #suggested #foryou #BestPhotographyChallengeiographyc"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে দেখানো ছবিটি এডিটেড। প্রকৃতপক্ষে, আইকনস ডট কম নামের একটি প্রতিষ্ঠানের সাথে ফুটবল ম্যাচে পরিধেয় আর্মব্যান্ডে বাণিজ্যিক ভিত্তিতে স্বাক্ষরের সময়ে ওই প্রতিষ্ঠানের প্ল্যাকার্ড হাতে ছবি তোলেন লিওনেল মেসি। লিওনেল মেসির ওই ছবিটিকে এডিটের মাধ্যমে ফিলিস্তিনের পতাকার ছবি বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির রিভার্স ইমেজ সার্চ করে 'Leo Messi 🔟 Fan Club' নামে একটি এক্স (সাবেক টুইটার) একাউন্টে আলোচ্য ছবিটির মত আবহে তোলা একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই টুইটার পোস্টটিতে লিওনেল মেসির ৫টি টি-শার্ট দর্শকদেরকে উপহার দেওয়ার ঘোষণার দেওয়া হয়। ওই এক্স পোস্টে যুক্ত করা দুটি ছবির একটিতে আইকনস নামের একটি প্রতিষ্ঠানের প্ল্যাকার্ড হাতে বসে ছবির জন্য পোজ দিতে দেখা যায় মেসিকে। এক্স পোস্টটি দেখুন--
Messi IG “Hello everyone! To celebrate the launch of the official @FCBarcelona memorabilia collection, I’m giving away 5 signed framed Barça shirts on IG with my official & exclusive memorabilia partner, https://t.co/YVy50wLZFu. The winner will be announced next week. Good Luck” pic.twitter.com/FYCtWheVXB
— Leo Messi 🔟 Fan Club (@WeAreMessi) May 10, 2021
উপরের এক্স পোস্টের সূত্র ধরে আইকনসের ওয়েবসাইটে গিয়ে "Lionel Messi & Andres Iniesta Official FC Barcelona Signed and Framed Captain's Armband" শিরোনামে একটি প্রতিবেদনেও আলোচ্য ছবির মতো একটি ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ওই বাণিজ্যিক প্রতিষ্ঠানটির তৈরি করা নির্দিষ্ট সংখ্যক আর্মব্যান্ডে ২০২১ সালের এপ্রিল মাসে করা লিওনেল মেসির এবং জুন মাসে করা আন্দ্রেস ইনিয়েস্তার অফিসিয়াল স্বাক্ষর রয়েছে। স্ক্রিনশট দেখুন--
এবারে, আলোচ্য ছবি (বামে) এবং ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত ছবিটির (ডানে) মধ্যে তুলনা মুলক সাদৃশ্য দেখুন--
অর্থাৎ, আইকনস নামের বাণিজ্যিক একটি প্রতিষ্ঠানের কিছু টি-শার্টে স্বাক্ষর করেন লিওনেল মেসি। সেই সময়ে আইকনসের প্ল্যাকার্ড হাতে তোলা ছবিকে এডিটের মাধ্যমে আলোচ্য বিকৃত ছবিটি তৈরি করা হয়েছে। আইকনস বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের স্বাক্ষর সম্বলিত বিভিন্ন ক্রীড়াসরঞ্জাম বাণিজ্যিক ভিত্তিতে লেনদেন করে।
সুতরাং লিওনেল মেসির ভিন্ন একটি ছবিকে এডিট করে ফিলিস্তিনের পতাকা বসিয়ে বিকৃত ছবি প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।