গণ অধিকার পরিষদ সংক্রান্ত এই পোস্টারটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, গণ অধিকার পরিষদের তিতাস উপজেলা কর্তৃক প্রকাশিত ক্যালেন্ডারকে এডিট করে নতুন বক্তব্য যুক্ত করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য ফরম সংগ্রহ করতে ৪০০ টাকা বিকাশ করতে বলা হচ্ছে। দেখুন পোস্টটি এখানে।
গত ১১ তারিখ দুপুর ২টার দিকে 'ছাগু-Pedia' নামের একটি ফেসবুক পেজ থেকে ড. রেজা কিবরিয়া এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ছবি সম্বলিত একটি ছবি পোস্ট করা হয়। সেখানে শুরুতে বড় করে লেখা হয়েছে, 'বাংলাদেশ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।' সেখানে ডান পাশে কিছু ফোন নাম্বার উল্লেখ করে বলা হচ্ছে, তিতাস উপজেলায় এ দলের সদস্য সংগ্রহ চলছে। তার ঠিক নিচে ছোট করে লেখা হয়েছে, 'সদস্য ফরম সংগ্রহ করতে মোবাইল নম্বরে কথা বলে তারপর ৪০০ টাকা বিকাশ করুন।' দেখুন পোস্টটির স্ক্রিনশট--
ছবিটি আলাদাভাবে দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বাংলাদেশ গণ অধিকার পরিষদের এই ছবিটি এডিট করা। রিভার্স সার্চিং টুল ব্যবহার করে আসল ছবিটি একাধিক ফেসবুক পোস্টে পাওয়া গেছে। 'Dr. Reza Kibria ড. রেজা কিবরিয়া' নামের ফেসবুক পেজ থেকে তিনটি ছবিসহ একটি পোস্ট করা হয়। সেখানে ড. রেজা কিবরিয়া এবং নুরুল হক নুরের ছবি সম্বলিত সেই পোস্টারটি পাওয়া গেছে। কিন্তু সেটি মূলত বাংলাদেশ গণ অধিকার পরিষদের তিতাস উপজেলা কর্তৃক প্রকাশিত ২০২২ সালের ক্যালেন্ডার। দেখুন সেই পোস্টটি--
আলোচ্য ফেসবুক পোস্টের ছবিটিতে সদস্য ফরমের জন্য বিকাশে ৪০০ টাকার কথা থাকলেও বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক ড. রেজা কিবরিয়ার পেজে প্রকাশিত ক্যালেন্ডারে সেই অংশটুকু খুঁজে পাওয়া যায়নি। এছাড়া আলোচ্য ফেসবুক পোস্টটি আপলোড করা হয়েছে দুপুর ২ টায়। কিন্তু ড. রেজা কিবরিয়ার পেজের ছবিগুলো পোস্ট করা হয়েছে তার অন্তত দুঘন্টা আগে, ১২টা ৮ মিনিটে।
আসল ক্যালেন্ডারের পুরো ছবিটি দেখুন–
একই ক্যালেন্ডারের ছবি ১১ জানুয়ারিতে ১২ টা ২৬ মিনিটে পোস্ট করা হয়েছে Md Ashaduzzaman Sagor নামের আইডি থেকেও। সেখানেও পূর্ণাঙ্গ ক্যালেন্ডার হাতে নুরুল হক নুর সহ অনেককে দেখা যাচ্ছে। দেখুন সেই পোস্টটি–
মূলত সামাজিক মাধ্যমে প্রকাশিত বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি ক্যালেন্ডারের ছবিকে এডিট করে নতুন বক্তব্য যুক্ত করে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।