র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আজাদের বক্তব্য বিকৃত করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, যমুনা টেলিভিশনকে দেয়া এই র্যাব কর্মকর্তার বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি খবরের শিরোনামের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেছেন, আওয়ামীলীগের স্বার্থে মানবাধিকার লঙ্ঘন করতে তাদের আপত্তি নেই। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১২ ডিসেম্বর 'জাতীয়তাবাদী ঐক্য' নামের একটি ফেসবুক পেজ থেকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদের ছবি সহ যমুনা টেলিভিশনের একটি খবরের শিরোনাম শেয়ার করা হয়, যাতে লেখা "আওয়ামী লীগের স্বার্থে মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই।"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভাইরাল শিরোনামটি এডিট করা। প্রকৃতপক্ষে, গত ১১ ডিসেম্বর সম্প্রচার মাধ্যম যমুনা নিউজকে দেয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদের বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে।
কিওয়ার্ড ধরে সার্চ করার পর, সম্প্রচার মাধ্যম যমুনা টেলিভিশনের অনলাইন সংস্করণ যমুনা নিউজ-এ "'দেশের স্বার্থে মানবাধিকার রক্ষায় কাজ করছে র্যাব'" শিরোনামে ১১ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে র্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদের একটি বক্তব্যের সাথে ভাইরাল দাবিটির কিছু শব্দগত মিল পাওয়া যায়। যমুনা নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, "এ বিষয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ যমুনা নিউজকে বলেন, আমরা কখনও মানবাধিকার লঙ্ঘন করি না। সব সময় মানবাধিকার রক্ষা করি।"
তিনি বলেন, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, খুন করে, ধর্ষণ করে, মাদক ব্যবসা চালায়, দেশ এবং জনগণের স্বার্থেই আমরা তাদের আইনের আওতায় আনি। অপরাধীকে আইনের আওতায় আনা যদি মানবাধিকার লঙ্ঘন হয়ে থাকে, তাহলে দেশের স্বার্থে এই মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই।" খবরের স্ক্রিনশট দেখুন-
স্পষ্টতই, তিনি 'আওয়ামী লীগ' নয় বরং দেশের স্বার্থ প্রসঙ্গে এমন উক্তি করেছিলেন। অর্থাৎ প্রকাশিত খবরে কর্নেল কে এম আজাদের শেষ বাক্যটিকে বিকৃত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে।
ভাইরাল থাম্বনেইলটি সম্পর্কে সার্চ করার পর, 'দেশের স্বার্থে মানবাধিকার লঙ্ঘন করতে আমাদের আপত্তি নেই' শিরোনামে যমুনা নিউজে প্রকাশিত খবরের থাম্বনেইলের একটি স্ক্রিনশট খুঁজে পাওয়া গেছে। তবে এই শিরোনামে প্রকাশিত খবর যমুনা নিউজের ওয়েবসাইটে খুঁজে পাওয়া না গেলেও একটি আর্কাইভ ভার্সন খুঁজে পাওয়া যায়, যা হুবহু আলোচ্য শিরোনামেই প্রকাশিত হয়েছিলো। অর্থাৎ যমুনা নিউজ তাদের খবরের শিরোনাম বদল করলে পুরোনো শিরোনামের থাম্বনেইলটি ফেসবুক থেকে সংগ্রহ করে শুরুর কয়েকটি শব্দ এডিট করে বিকৃতভাবে প্রচার করা হচ্ছে ফেসবুকে। পুরোনো শিরোনামের স্ক্রিনশট দেখুন--
সুতরাং র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদের বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।