স্যাটেলাইটের একটি এডিটেড ছবিকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ইন্টারনেটে পাওয়া ছবিতে বাংলাদেশের পতাকা সম্পাদনা করে যুক্ত করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, ছবিটি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ছবি। ছবিটি সরাসরি কিংবা ভিডিও প্রতিবেদনের থাম্বনেইল উল্লেখ করে সংবাদ প্রকাশ করেছে এটিএন নিউজ, দৈনিক যায়যায়দিন, সময় টেলিভিশন। এছাড়াও দূরবীন নিউজও ভিডিও প্রতিবেদনের থাম্বনেইল উল্লেখ করেছে ছবিটি। অন্যদিকে প্রথম আলো তাদের ফেসবুক পেজে ছবিটি প্রচার করলেও পরে ছবিটি সরিয়ে নিয়েছে। তবে বিভিন্ন অ্যাকাউন্টে প্রথম আলোর ফটোকার্ডটি (এখানে), ছাপা পত্রিকায় প্রকাশিত ছবি (এখানে), ই-পেপারের অনলাইন ভার্শন (এখানে) ও অনলাইন প্রতিবেদন (এখানে) পাওয়া যায়।
গত ১৫ সেপ্টেম্বর 'ATN News' এর ভেরিফাইড ফেসবুক পেজকে ট্যাগ করে 'ATN News TV' পেজ থেকে পোস্ট করা হয় এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হয়। ভিডিও প্রতিবেদনের থাম্বনেইলে আলোচ্য ছবিটি উল্লেখ করা হয়েছে। এছাড়াও পোস্টে উল্লেখ করা হয়, "এবার বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে উঠে এলো অজানা তথ্য"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
এটিএন নিউজ সহ অন্যান্য গণমাধ্যমে ছবিটি (ভিডিও প্রতিবেদনের থাম্বনেইল সহ) প্রকাশিত হওয়া পোস্টগুলোর স্ক্রিনশটের কোলাজ দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ছবিটি এডিটেড। ২০১৪ সালের মিজানুর রহমান সোহেল নামের একজন সাংবাদিক প্রতীকী ছবি হিসেবে ব্যবহারের জন্য স্টক ইমেজ সাইট থেকে ছবিটি নিয়ে বাংলাদেশের পতাকা যুক্ত করেছিলেন সম্পাদনার মাধ্যমে। পরবর্তীতে প্রতীকী ছবিটি আসল ছবি হিসেবে প্রচার হতে থাকে।
আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে স্টক ইমেজ সাইট 'istockphoto' সাইটে ২০০৫ সালের ১১ অক্টোবর প্রকাশিত আলোচ্য ছবিটির মূল সংস্করণের ছবিটি খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
স্টক ইমেজ সাইটে পাওয়া মূল ছবি (বামে) ও প্রচারিত ছবিটির (ডানে) পাশাপাশি তুলনামূলক চিত্র দেখুন--
অর্থাৎ প্রচারিত ছবিটিতে সম্পাদনার মাধ্যমে বাংলাদেশের পতাকা যুক্ত করে দেওয়া হয়েছে।
ছবিটির সম্পাদনার বিষয়ে যা জানা যায়
সমজাতীয় বিভিন্ন ধরণের কি-ওয়ার্ড ব্যবহার করে সার্চ এর মাধ্যমে 'Mizanur Rahman Sohel' নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, আলোচ্য ছবিটি তাঁর সম্পাদনা করা। প্রতিকী ছবিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিলবোর্ড, ব্যানার, ম্যাগাজিন, ক্যালেন্ডার, ওয়েবসাইট, পোস্টার, লিফলেটসহ বিভিন্ন ব্যবহার হয়েছে। এমনকি সম্পাদিত এই ছবিটি ই-পাসপোর্টে একদম মাঝের দুই পেজে (৩২-৩৩ নং পেজে) জায়গা পেয়েছে (সংক্ষেপিত)।
পোস্টটিতে আরো উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি ছবিটি মডিফাই করেছিলাম। Priyo News এর সিনিয়র রিপোর্টার থাকা অবস্থায় ছবিটি আমি ডিজাইন করেছিলাম এবং প্রিয় ডটকমেই প্রথম প্রকাশ হয়েছিল। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী অ্যাকাউন্টটিতে সার্চ করে ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁর প্রিয় ডট কম সাইটের নিউজটি সহ একটি পোস্ট পাওয়া যায়। লিংকটির আর্কাইভ কপিতে প্রতিবেদনটি ও সম্পাদিত ছবিটি পাওয়া যায়। আর্কাইভ কপির স্ক্রিনশট দেখুন--
যদিও ছবিটি তিনি প্রতীকী হিসেবে যুক্ত করেছিলেন কিন্তু আর্কাইভ কপি অনুযায়ী প্রতীকী শব্দটি ছবিতে বা প্রতিবেদনে উল্লেখ পাওয়া যায়নি।
অর্থাৎ প্রচারিত ছবিটি ২০১৪ সালে মিজানুর রহমান সোহেল নামক একজন সাংবাদিক সম্পাদনা করেছিলেন।
বঙ্গবন্ধু স্যাটেলাইটের ডিজাইন কেমন?
ডেইলি স্টার এর এক প্রতিবেদন অনুযায়ী, বঙ্গবন্ধু-১ এর নকশা ও নির্মাণ করেছে ফরাসি কোম্পানি থেলিস এলেনিয়া স্পেস। তাদের এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) প্রচারিত (১, ২) বঙ্গবন্ধু-১ এর নকশার ছবির কোলাজ দেখুন--
এছাড়াও ডেইলি স্টারে প্রচারিত ছবি দেখা যাবে এখানে।
অর্থাৎ প্রচারিত সম্পাদিত ছবিটি বঙ্গবন্ধু-১ স্যটেলাইটের নয়।
উল্লেখ্য ২০১৮ সালের ১২ মে স্পেস-এক্স এর রকেট ফ্যালকন ৯ এর ৫নং ব্লকের মাধ্যমে মহাকাশে উড্ডয়ন করা হয় স্যাটেলাইটটি।
সুতরাং সামাজিক মাধ্যমে পুরোনো স্টক ইমেজের সম্পাদিত সংস্করণ বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ছবি হিসেবে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।