অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়া সংবাদ প্রচার
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর সংবাদটি ভুয়া বলে তার মেয়ে নন্দনা দেব সেন বুমকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে বলা হচ্ছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা গেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এখানে, এখানে, এখানে ও এখানে।
গত এক ঘন্টা আগে 'নড়াইল প্রতিদিন -নিউজ' নামে একটি ফেসবুক পেজে পোস্ট করে বলা হয়, "নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন আর নেই। মারা গেছেন নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন (৮৯)। আরেক নোবেলজয়ী মার্কিন ইতিহাসবিদ ক্লউডিয়া গোলডিন এক্স-এ অমর্ত্য সেনের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে ৩ নভেম্বর, ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন অমর্ত্য সেন। অর্থনীতিতে অবদানের জন্য তিনি ১৯৯৮ সালে নোবেল মেমোরিয়াল পুরস্কার জিতেছিলেন।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয়। নোবেলজয়ী অর্থনীদিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর সংবাদটি ভুয়া বলে তাঁর মেয়ে নন্দনা দেব সেন বুমলাইভকে নিশ্চিত করেছেন।
অমর্ত্য সেনের মৃত্যুর খবর জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর ওয়েবসাইটে "অমর্ত্য সেন সুস্থ আছেন, জানিয়েছেন মেয়ে" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন সুস্থ আছেন বলে তাঁর মেয়ে নন্দনা সেন জানিয়েছেন। তিনি তাঁর বাবাকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন বলে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে।" স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে, দি ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্ট পোস্ট, এনডিটিভি এবং এবিপি লাইভসহ অসংখ্য গণমাধ্যম নন্দনা দেব সেনের বরাতে অমর্ত্য সেনের মৃত্যু খবরটি ভুয়া বলে নিশ্চিত করেছে।
আরো সার্চ করে অমর্ত্য সেনের মেয়ে নন্দনা দেব সেনের এক্স একাউন্টে (সাবেক টুইটার) এ সংক্রান্ত একটি টুইট খুঁজে পাওয়া যায়। গণমাধ্যম সহ সামাজিক মাধ্যমে বাবার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়লে এই টুইট পোস্ট করে নন্দনা দেব সেন লেখেন, তাঁর বাবা ভাল আছেন, তিনি শিক্ষকতা এবং লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। এক্স পোস্টটি দেখুন--
এদিকে, অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর খবর গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ব্যাপারে জানতে নন্দনা দেব সেনের সাথে যোগাযোগ করে বুমলাইভ। এসময়ে নন্দনা দেব সেন তার বাবা অমর্ত্য সেনের মৃত্যুর সংবাদকে সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন বুমকে জানিয়েছেন।
অর্থাৎ নোবেল বিজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর সংবাদটি সঠিক নয়।
সুতরাং অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মৃত্যুর ভুয়া সংবাদ গণমাধ্যম ও ফেসবুকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।