এগুলো মীরজাদী সেব্রীনা ফ্লোরার পরামর্শ নয়
আইডিসিআর এর প্রধান অধ্যাপক মীরজাদী সেব্রীনা ফ্লোরার নাম ব্যবহার করে কিছু স্বাস্থ্য পরামর্শ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রীনা ফ্লোরার দেয়া স্বাস্থ্য পরামর্শ দাবি করে একটি বার্তা ফেসবুকে ভাইরাল হয়েছে।
আরও স্ক্রিনশট--
বার্তাটি আসলেই মীরজাদীর কিনা যাচাই করে দেখতে বুম বাংলাদেশের কাছে অনুরোধ করেছেন অনেকে।
ফ্যাক্ট চেক:
আমরা প্রথমে এ সংক্রান্ত কোনো পরামর্শ মীরজাদী সেব্রীনা ফ্লোরার বরাতে কোনো সংবাদমাধ্যমে পাওয়া যায় কিনা তা খুঁজে দেখার চেষ্টা করি। কিন্তু অনলাইনে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এমন কিছু পাওয়া যায়নি।
এরপর খুঁজে দেখার চেষ্টা করি ভাইরাল হওয়া পোস্টটি প্রথম কবে এবং কোথা থেকে অনলাইনে ছড়িয়েছে।
অনুসন্ধানে পাওয়া যায় গত ৬ মে এটি প্রথম ফেসবুকে পোস্ট করা হয় "আমরাই জাহাঙ্গীরনগর" নামের একটি গ্রুপে।
MD Nasirul Islam নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী এটি পোস্ট করে নিচে উল্লেখ করেন এটি তার লেখা। নাসির তার পোস্টের নিচেই জানিয়েছেন তিনি বিশ্ববিদ্যালয়টির বোটানি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী।
নাসিরের পোস্টের Edit History এবং কমেন্টগুলো যাচাই করে নিশ্চিত হওয়া গেছে পোস্টটি ৬ মে তারিখেই প্রথম প্রকাশ করা হয়।
নাসির এটি প্রকাশ করার এক সপ্তাহ পর পোস্টটি 'কালেক্টেড' 'Copied' ইত্যাদি সূত্রে ফেসবুকে ভাইরাল হতে শুরু করে।