ফেক নিউজ
করোনা ভাইরাস কি গলায় চার দিন আটকে থাকে?
ফুসফুসে যাওয়ার আগে ৪ দিন গলায় করোনা ভাইরাস থাকে বলে ছড়ানো তথ্যটি ভিত্তিহীন বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
সামাজিক মাধ্যমে করোনা ভাইরাস এর সংক্রমন সম্পর্কে ভুয়া কিছু তথ্য ছড়িয়েছে যেখানে দাবী করা হচ্ছে ফুসফুসে পৌছানোর আগে করোনা ভাইরাস চারদিন গলায় থাকে এবং এসময় পানি পান করলে ও লবন কিংবা ভিনেগার মিশ্রিত হালকা গরম পানি দিয়ে কুলি করলে করোনা ভাইরাস দূর হয়ে যাবে। অনলাইন পোর্টালের পাশাপাশি কিছু ফেসবুক পেজ থেকে ছড়ানো এসব পোস্টে বলা হয় গলায় চারদিন করোনা ভাইরাস থাকাকালীন ব্যক্তির কাঁশি ও গলাব্যথা শুরু হয়।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ অনুসন্ধান চালিয়ে উপরোক্ত তথ্যের কোন সত্যতা খুঁজে পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতেও এরকম কোন তথ্যের উল্লেখ নেই। সংস্থাটির এক টুইট বার্তায় বরং বলা হয় যে স্বাভাবিকভাবে পানি পান স্বাস্থ্যের জন্য ভালো হলেও এটি করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোন ঔষধ নয়। ডব্লিউএইচও'র ওয়েবসাইটেও একই রকম তথ্য রয়েছে। কারো করোনার লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের সাহায্য নেয়ার পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এছাড়া করোনা ভাইরাস গলায় চারদিন অবস্থান করে এমন তথ্যও সঠিক নয়। এ সংক্রান্ত আরও বিস্তারিত দেখুন বুম লাইভ এর এই প্রতিবেদনে।
Claim : ফুসফুসে পৌঁছানোর আগে করোনাভাইরাস চার দিন গলায় থাকে
Claimed By : News Portal, Facebook Posts
Fact Check : False
Next Story