দেশ রূপান্তর পত্রিকার খবরের শিরোনামকে বিকৃত করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, দেশ রূপান্তর পত্রিকার একটি খবরের স্ক্রিনশট নিয়ে সেটির লেখা এডিট করে বিকৃত করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার লোগোসহ একটি খবরের ছবি পোস্ট করা হচ্ছে, যেখানে খবরটির শিরোনামে লেখা রয়েছে "জুসের বোতলে পেট্রোল ভরে আগুন দেওয়ার সময় দুই ছাত্রলীগ কর্মী আটক"। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৩ নভেম্বর 'London Bangla Channel' নামে একটি ফেসবুক পেজ থেকে দৃশ্যত দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ভার্সনে প্রকাশিত একটি সংবাদের স্ক্রিনশট পোস্ট করে বলা হয়, "হাসুরানির নির্দেশে তার লোকজন যানবাহনে আগুন দিচ্ছে।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, দৈনিক পত্রিকা দেশ রূপান্তরের অনলাইন ভার্সনে প্রকাশিত এ সংক্রান্ত একটি খবরের স্ক্রিনশট নিয়ে এর শিরোনাম এডিট করে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে। মূল শিরোনামটি ছিল, "জুসের বোতলে পেট্রোল ভরে আগুন দেওয়ার সময় দুই বিএনপি কর্মী আটক"।
আলোচ্য ছবিতে লেখা শিরোনাম ধরে কি-ওয়ার্ড সার্চ করে পত্রিকাটির অনলাইন ভার্সনে গত ১৩ নভেম্বর "জুসের বোতলে পেট্রোল ভরে আগুন দেওয়ার সময় দুই বিএনপি কর্মী আটক" শিরোনামে প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এবারে, আলোচ্য ছবিটি (বামে) এবং দেশ রূপান্তরের ওয়েবসাইটে প্রাপ্ত (ডানে) ছবিটি দেখুন পাশাপাশি--
অর্থাৎ, "জুসের বোতলে পেট্রোল ভরে আগুন দেওয়ার সময় দুই বিএনপি কর্মী আটক" শিরোনামে প্রকাশিত একটি খবরের স্ক্রিনশটকে এডিট করে 'বিএনপি'র স্থলে 'ছাত্রলীগ' বসিয়ে আলোচ্য ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং একটি পত্রিকায় প্রচারিত সংবাদের শিরোনামকে বিকৃত করে সংবাদের অর্থ বদলে দিয়ে প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।