বাসে আগুন লাগার পুরোনো ছবি বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বাসে আগুন লাগার এই ছবিটি ২০২০ সালের, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে এটি প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে বাসে আগুন লাগার একটি ছবিসহ তৈরি একটি গ্রাফিক কার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, সম্প্রতি বিএনপির আন্দোলনকারীরা এই বাসে আগুন দিয়েছেন। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ৩০ জুলাই ‘খোয়াবনামা’ নামের একটি পেজ থেকে এমন একটি গ্রাফিক কার্ড পোস্ট করে বলা হয়, "আবার ও বিএনপির নগ্ন রুপ, রুখে দাও জনতা, #বিএনপি #জনতা।" গ্রাফিক কার্ডে দেখা যায় 'ভিক্টর ক্লাসিক' নামের একটি বাস আগুনে পুড়ছে। পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। আলোচ্য গ্রাফিক কার্ডে জ্বলন্ত বাসের ছবিটি সাম্প্রতিক নয় বরং ২০২০ সালে গণমাধ্যমের খবরের সাথে প্রকাশিত হতে দেখা গেছে।
আলোচ্য ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে "রাজধানীতে বাসে আগুন: ৪ থানায় ৯ মামলা, গ্রেপ্তার ২০" শিরোনামে ২০২০ সালের ১৩ নভেম্বর প্রকাশিত কালের কণ্ঠের একটি প্রতিবেদনের সাথে ছবিটি খুঁজে পাওয়া যায়। এতে বলা হয়, ২০২০ সালের ১২ নভেম্বর দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে রাজধানীর কয়েকটি স্থানে ১১ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সেদিন ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনকে ঘিরে রাজধানীর অন্য এলাকায় নাশকতা চালানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তবে এই প্রতিবেদন অনুযায়ী কে বা কারা আগুন লাগিয়েছে তা স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য পোস্টে বাসে আগুন দেয়ার ছবিটি সাম্প্রতিক নয় বরং প্রায় ৩ বছর পুরোনো।
উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষের পর কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতেই সামাজিক মাধ্যমে এই ছবিটি ছড়িয়ে পড়ে।
সুতরাং সম্প্রতি রাজধানীতে কয়েকটি বাসে অগ্নিকাণ্ডের প্রেক্ষাপটে, বাসে অগ্নিকাণ্ডের পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।