জামায়াতের আমীরের বরাতে ভিত্তিহীন মন্তব্য প্রচার
জামায়াত ক্ষমতায় গেলে ৪ বিয়ে বাধ্যতামূলক করা হবে দলটির আমীর ডা. শফিকুর রহমানের এমন বক্তব্য দেয়ার খবর খুঁজে পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পুরুষদের ৪ বিয়ে বাধ্যতামূলক করবে জামায়াত। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৩ সেপ্টেম্বর 'Kabir Chowdhury Tanmoy Fans Club' নামে একটি ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে জামায়াতের আমীর ডক্টর শফিকুর রহমানের ছবি যুক্ত করে লেখা হয়, "ক্ষমতায় গেলে পুরুষদের ৪ বিয়ে বাধ্যতামূলক করবে জামায়াত।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। জামায়াত ক্ষমতায় গেলে পুরুষদেরকে ৪ বিয়ে করা বাধ্যতামূলক করা হবে এরকম বক্তব্য জামায়াতের আমীর শফিকুর রহমান দেননি। এছাড়াও, জামায়াতের নির্বাচনী ইশতেহার, সাম্প্রতিক সংস্কার প্রস্তাবনায়ও এরকম কোনো বক্তব্য থাকতে দেখা যায়নি।
জামায়াতের আমীর শফিকুর রহমান আলোচ্য বক্তব্য দিয়েছেন কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে জামায়াতের আমীরের "ক্ষমতায় গেলে পুরুষদেরকে ৪ বিয়ে করা বাধ্যতামূলক করা হবে" এরকম কোনো কথা বলার তথ্য বা সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে আরো সার্চ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে গত ৯ অক্টোবর "বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ উপস্থাপন" শিরোনামে প্রচারিত একটি লেখা খুঁজে পাওয়া যায়। লেখাটিতে জামায়াতের ধর্ম মন্ত্রণালয় সংস্কার নিয়ে লেখা খুঁজে পাওয়া যায়। সংস্কার প্রস্তাবনায়ও জামায়াতের আমীরের বিয়ে সংক্রান্ত কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, ওই একই ওয়েবসাইটে জামায়াতে ইসলামীর নেতৃস্থানীয়দের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তি, বাণী, বিবৃতি, রাজনৈতিক এবং চলিত বিষয়াদি নিয়ে উল্লেখ করা তথ্য পর্যালোচনা করেও জামায়াতের আমীরের পক্ষ থেকে দেওয়া এরকম কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ জামায়াতের আমীর শফিকুর রহমানের নামে বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পুরুষদের ৪ বিয়ে করা বাধ্যতামূলক করা হবে এরকম কোনো বক্তব্য তিনি দেননি।
সুতরাং জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান তার দল ক্ষমতায় গেলে পুরুষদের ৪ বিয়ে করা বাধ্যতামূলক করা হবে মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।