ভিন্ন ব্যক্তিদের ঢাবি ছাত্রশিবিরের সভাপতি ও তার বান্ধবীর বলে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ছবি দুটি কলকাতায় বসবাসকারী Soumyasish Das ও June Santra নামের দুজন ব্যক্তির।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি কোলাজ ছবি পোস্ট করে বলা হচ্ছে; ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও তার বান্ধবীর ছবি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত নভেম্বর ‘Mizanur Rahman Chowdhury’ নামের একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে কোলাজ ছবি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “অভিনন্দন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি পরিবেশটা সুন্দর না? জান্নাতি দল বলে কথা...!!”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ছবি দুটি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও তার বান্ধবীর নয় বরং কলকাতায় বসবাসকারী Soumyasish Das ও June Santra নামের দুজন ব্যক্তির।
আলোচ্য কোলাজ ছবিটির দৃশ্য দুইটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে ছবি ও ক্ষুদে ভিডিও শেয়ারিং এর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে ‘ameteurphotographer33’ ইউজারনেম এর একটি অ্যাকাউন্টে ২০২২ সালের ৭ জুন প্রকাশিত একটি পোস্টে কোলাজের বাম পাশের আলোচ্য ছবিটি (৬ নম্বরে) পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, একই অ্যাকাউন্টে ২০২২ সালের ৬ জুন প্রকাশিত একটি পোস্টে কোলাজের ডান পাশের আলোচ্য ছবিটি (৩ নম্বর ছবি) পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
ইনস্টাগ্রাম পোস্টটিতে ছবির সাথে '_soumyasish_' ইউজারনেম (Soumyasish Das) নামের একজন ও '_clouds.of.monsoon_' ইউজারনেমের মোট দুইটি প্রোফাইল মেনশন করা হয়েছে। Soumyasish Das এর প্রোফাইলটি ভিজিট করে ফেসবুকে প্রচারিত আলোচ্য ছবিগুলোর পুরুষ সদস্যের সাথে তার ছবিগুলোর মিল থেকে প্রতীয়মান হয় দুইজন একই ব্যক্তি এবং তিনি কলকাতায় থাকেন। এছাড়াও তার প্রোফাইলে নিজেকে ম্যানগ্রোভ নামক একটি ব্যান্ড দলের 'গায়ক' হিসেবে উপস্থাপন এবং গান গাইতেও দেখা যায়।
'_clouds.of.monsoon_' ইউজারনেমের প্রফাইলটি পাওয়া না গেলেও 'Soumyasish Das' এর প্রোফাইলে পাওয়া প্রথম ভিডিওতে 'clouds.of.monsoon' ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল মেনশন করা হয়েছে। পর্যবেক্ষণ করে দেখা যায় একই প্রোফাইল কিন্তু ইউজারনেম থেকে আন্ডারস্কোর (_) সরিয়ে নেওয়া হয়েছে।
'clouds.of.monsoon' ইউজারনেমের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল ও প্রোফাইলে উল্লিখিত লিংক থেকে জানা যায় প্রোফাইলের মালিকের নাম 'June Santra' এবং তিনি কলকাতার একজন ফ্যাশন, লাইফস্টাইল ও ট্রাভেল ব্লগার।
অর্থাৎ ছবিগুলো কলকাতায় বসবাসকারী Soumyasish Das ও June Santra নামের দুজন ব্যক্তির।
সুতরাং সামাজিক মাধ্যমে দুইজন ভিন্ন ব্যক্তির রোমান্টিক ছবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও তার বান্ধবীর ছবি বলে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।