নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে 'ডিপফেক' ভিডিও প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বগুড়া-২ ও গাইবান্ধা-১ আসনের দুই প্রার্থীর ছবি ব্যবহার করে 'ডিপফেক' ভিডিও তৈরি করে প্রচার করা হচ্ছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ভিন্ন ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, আজ ৭ জানুয়ারি চলমান নির্বাচন থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন দুই প্রার্থী। প্রার্থীরা হলেন যথাক্রমে বগুড়া- ২ (শিবগঞ্জ) আসনের বিউটী বেগম এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের আবদুল্লাহ নাহিদ নিগার। দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১৪ ঘন্টা আগে 'বর্ণিল বগুড়া-Bornil Bogura' নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করে বলা হয়, "আমি বিউটি বেগম বগুড়া - ২ (শিবগঞ্জ) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে দাড়িয়েছিলাম।... আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং মহাজোট প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ ভাইকে সমর্থন দিলাম। আপনারা সবাই দলে দলে কেন্দ্রে যাবেন এবং লাঙ্গল মার্কার বিজয় ছিনিয়ে আনবেন। সবাই আমার জন্য অনেক কষ্ট করেছেন। আপনারা দুঃখ পাবেন না। নেত্রীর বিচক্ষণ সিদ্ধান্তের কারণেই সরে দাঁড়িয়েছি। তিনি এর প্রতিদান দিবেন নিশ্চয়ই। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।" স্ক্রিনশট দেখুন--
এদিকে প্রায় একই সময়ে 'গাইবান্ধা গেজেট-Gaibandha Gazette' নামে আরেকটি ফেসবুক পেজ থেকে পোস্ট করে বলা হয়, "আমি নাহিদ নিগার, গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসন এর ঢেঁকি মার্কার প্রার্থী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এবং শামিম হায়দার পাটোয়ারি ভাইকে সমর্থন করলাম। আপনারা সবাই দলে দলে কেন্দ্রে যাবেন এবং শামীম হায়দার পাটোয়ারি ভাইয়ের লাঙ্গল প্রতীকে ভোট দিবেন। সবাই আমার জন্য অনেক কষ্ট করেছেন। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ।" ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
দুটি পোস্টেই প্রার্থীদের নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেয়া নিয়ে কথা বলতে দেখা যায়।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্ট দুটির দাবি সঠিক নয়। উক্ত দুই আসন অর্থাৎ বগুড়া-২ (শিবগঞ্জ) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থীরা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। বরং ওই দুই প্রার্থীর স্থিরচিত্র ব্যবহার করে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে 'ডিপফেক' ভিডিও দুটি তৈরি করে তা প্রচার করা হচ্ছে।
কি-ওয়ার্ড সার্চ করে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী বিউটী বেগমের ফেসবুক একাউন্ট খুঁজে পাওয়া যায়। ওই একাউন্টের প্রোফাইল পিকচারের ছবি আর আলোচ্য পোস্টের ছবি অভিন্ন হিসেবে দেখা যায়। এছাড়াও, বিউটী বেগমের ফেসবুক একাউন্টে ঢুকে ২২ ঘন্টা আগে তার করা একটি ফেসবুক লাইভ খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক লাইভে তাকে বলতে শোনা যায়, "একটি কুচক্রী মহল আমার প্রার্থিতা প্রত্যাহারের গুজব ছড়াচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।" অর্থাৎ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের প্রার্থী বিউটী বেগম চলমান নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। বিউটী বেগমের একাউন্ট থেকে করা ফেসবুক লাইভটি দেখুন--
মূলত, বিউটী বেগমের ফেসবুক একাউন্টের প্রোফাইল পিকচার হিসেবে ২০২৩ সালের ১৯ মে পোস্টকৃত একটি ছবি ব্যবহার করে এআই টুলসের সাহায্যে আলোচ্য ডিপফেক ভিডিওটি তৈরি করা হয়েছে। ছবিটি দেখুন--
অন্যদিকে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থী নাহিদ নিগার তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে 'নাহিদ নিগার' নামে তার ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পেজে সার্চ করে ৭ ঘন্টা আগে পোস্ট করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে, "কেউ গুজবে কান দিবেন না। প্রিয় সুন্দগঞ্জবাসী , গত ৬ ঘণ্টা আগে আমার নামে ফেইক আইডি করে আমার ছবি দিয়ে AI দিয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি বলে একটা মিথ্যা বানোয়াট অডিও - ভিডিও প্রকাশ করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সবাই এই ফেইক পেইজটি রিপোর্ট করুন। এটাই প্রমাণ আমার প্রতিপক্ষ নির্বাচনের মাঠে দেউলিয়া হয়ে এসব গুজব ছড়াচ্ছে। এটি তথ্য প্রযুক্তি আইনে গুরুতর অপরাধ।" অর্থাৎ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রার্থী নাহিদ নিগারও চলমান নির্বাচনে তার প্রার্থিতা প্রত্যাহার করেননি। নাহিদ নিগারের ফেসবুক পোস্টটি দেখুন--
মূলত, নাহিদ নিগারের ফেসবুক পেজে ব্যবহৃত একটি ছবি ব্যবহার করে এআই টুলসের সাহায্যে আলোচ্য 'ডিপফেক' ভিডিওটি তৈরি করা হয়েছে। ছবিটি দেখুন--
মূলত এই দুই প্রার্থীর স্থিরচিত্র ব্যবহার করে এআই প্রযুক্তি দিয়ে আলোচ্য ভিডিও দুটি বানানো হয়েছে। জেনারেটিভ এআই বর্তমানে উদীয়মান একটি প্রযুক্তি। এই প্রযুক্তির সাহায্যে কোনো চেহারা, ছবি ও কণ্ঠ ব্যবহার করে লিখিত নির্দেশনা থেকে যেকোনো ভিডিও তৈরি করা সম্ভব। D-ID এবং HeyGen এই প্রযুক্তির একটি অংশ। অনলাইনে সহজলভ্য এই প্রযুক্তি ব্যবহার করে যেকোন ব্যক্তি যেকোনো ধরণের ভিডিও নির্মাণ করতে পারেন।
অর্থাৎ দুই প্রার্থীর স্থিরচিত্র নিয়ে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা এআই টুলস ব্যবহার করে এ দুটি 'ডিপফেক' ভিডিও তৈরি করা হয়েছে।
সুতরাং বগুড়া-২ (শিবগঞ্জ) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের দুই প্রার্থীর ছবি নিয়ে 'ডিপফেক' ভিডিও তৈরি করে তাদের প্রার্থিতা প্রত্যাহারের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।