আত্মহত্যা করেননি দানি আলভেজ
বুম বাংলাদেশ দেখেছে, দানি আলভেজের আত্মহত্যার তথ্যটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন তাঁর ভাই নেয় আলভেজ।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১০ মার্চ 'Kawsar Ahmed' নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে "দানি আলভেজ নাকি জেলে আত্মহত্যা করেছে 😔 একজন স্পোর্টস লাভার হিসেবে, মেনে নেওয়া খুবই কষ্টকর 💔" ক্যাপশনে একটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ আত্মহত্যা করেননি বলে নিশ্চিত করেছেন তাঁর ভাই নেয় আলভেজ।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট 'মার্কা'-এ গত ১০ মার্চ "Dani Alves' brother denies his death: How can you be so cruel" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, "একজন সাংবাদিকের মাধ্যমে ছড়িয়ে পড়ে যে দানি আলভেজ জেলের মধ্যেই আত্মহত্যা করেছেন। তবে দানি আলভেজ এর ভাই এই ভুয়া খবরের প্রেক্ষিতে নিজের ভেরিফাইড ইনস্টাগ্রামে জানিয়েছেন যে তার ভাই আত্মহত্যা করেননি" (অনূদিত ও সংক্ষেপিত)। প্রতিবেদনটির স্ক্রিনশট দেখুন--
'মার্কা' এর প্রতিবেদন অনুযায়ী নেয় আলভেজ এর ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এ বিষয়ে একটি ফটো স্টোরি ও একটি ভিডিও স্টোরি পাওয়া যায়। স্টোরি দুটির স্ক্রিনশট দেখুন--
নেয় আলভেজের ভিডিও স্টোরিটির সম্পূর্ণ ভিডিও (ডাউনলোড ভার্শন) যুক্ত করে প্রকাশিত একটি এক্স (সাবেক টুইটার) পোস্ট দেখুন এখানে। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
পাশাপাশি, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে জর্ডানের ফ্যাক্ট-চেক সংস্থা 'মিসবার'-এ গত ১০ মার্চ "Dani Alves Did Not Commit Suicide Inside Prison in Spain" শিরোনামে প্রকাশিত একটি ফ্যাক্ট-চেকিং প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, জেলের মধ্যে দানি আলভেজের আত্মহত্যার খবরটি ভুয়া।
অর্থাৎ বর্তমানে স্পেনে কারাবন্দী অবস্থায় ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ আত্মহত্যা করেননি।
উল্লেখ্য দানি আলভেজ বার্সেলোনার একটি নাইটক্লাবে এক নারীকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, যার ফলে তাকে কারাদণ্ড দেয়া হয়েছিল।
এর আগে গত ফেব্রুয়ারিতে কারাগারে আলভেজের কক্ষে থাকা এক কয়েদির বরাতে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছিল, বিচারকার্য শেষ হওয়ার পর পরিস্থিতি অনুকুলে না থাকায় দানি আলভেজ ভীষণ হতাশায় ভুগছেন। তিনি নিজের ক্ষতি করতে পারেন কিংবা পাগলাটে কিছু করতে পারেন এমন শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কা থেকে বিচারকার্য শেষ হওয়ার পরদিন তার ব্যাপারে অ্যান্টি সুইসাইড প্রটোকল চালু করে কারা কর্তৃপক্ষ।
সুতরাং সামাজিক মাধ্যম ফেসবুকে দানি আলভেজ আত্মহত্যা করেছেন মর্মে যে তথ্য প্রচার করা হচ্ছে; তা বিভ্রান্তিকর।