ক্রিকেটার সাকিব ও তার স্ত্রী শিশিরের ডিভোর্সের ভুয়া খবর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে সাকিব ও শিশিরের ডিভোর্সের তথ্য দেয়া হলেও খবরের বিষয়বস্তুতে অপ্রাসঙ্গিক বাক্য লিখা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশিরের বিবাহ বিচ্ছেদের খবর দেয়া হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৬ ডিসেম্বর 'সময়ের খবর' নামের একটি ফেসবুক পেজ থেকে অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে লেখা হয়, "অবশেষে ডিভোর্স হয়ে গেল ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশিরের!(জেনে নিন কারন)"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, শিরোনামে করা দাবিটি ভিত্তিহীন আর খবরের বিস্তারিত অংশে এ সংক্রান্ত কোন তথ্যের উল্লেখ নেই বরং অপ্রাসঙ্গিক বাক্য জুড়ে দেয়া হয়েছে।
অনলাইন পোর্টালের খবরগুলোতে যুক্ত করা খবরের লিংকে গিয়ে দেখা যায়, কিছু পোর্টালের খবরের শিরোনামে ক্রিকেটার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশিরের মধ্যে ডিভোর্সের তথ্য দেয়া হলেও খবরের বিষয়বস্তুতে শিরোনামটিই বারবার উল্লেখ করা হয়েছে। আবার কোনো কোনো লিংকের বিষয়বস্তুতে লেখা রয়েছে, সাকিব যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। দেখুন স্ক্রিনশট--
মূলত, এই লাইনগুলো ২০২০ সালের ১ সেপ্টেম্বর 'আমাদের সময়' নামের একটি অনলাইন পোর্টালে "আগামীকাল ফিরছেন সাকিব" শিরোনামে প্রকাশিত একটি খবর থেকে কপি করা হয়েছে। যার সাথে বিবাহ বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই। স্ক্রিনশট দেখুন--
আবার, কিছু অখ্যাত অনলাইন পোর্টালের লিংকে গিয়ে দেখা যায়, বিবাহ বিচ্ছেদের শিরোনাম থাকলেও খবরের বিষয়বস্তুতে শিরোনামটিই বারবার উল্লেখ করা হয়েছে। দেখুন এরকম একটি খবরের স্ক্রিনশট--
আরও নিশ্চিত হতে একাধিকবার সার্চ করেও, ক্রিকেটার সাকিব আল হাসানের বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কোনো খবর স্বীকৃত জাতীয় কিংবা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেই প্রকাশিত হতে দেখা যায়নি।
প্রসঙ্গত ভারতের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিমধ্যেই খবরের শিরোনামে হয়েছেন সাকিব আল হাসান।
অর্থাৎ অখ্যাত পোর্টালে প্রকাশিত খবরের সাথে চটকদার শিরোনাম জুড়ে দেয়া হলেও বিষয়বস্তুতে কোনো তথ্য নেই।
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে ভিন্ন তথ্য উল্লেখ করে পুরোনো খবর কপি করে একাধিক অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।