ক্রিকেটার আশরাফুলের মৃত্যুর ভুয়া খবর ফেসবুকে
বুম বাংলাদেশ দেখেছে, পোস্ট করা লিংকের ক্যাপশনে আশরাফুলের মৃত্যুর কথা বলা হলেও খবরের বিষয়বস্তু ভিন্ন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে অখ্যাত নিউজ পোর্টালের লিংক পোস্ট করে বলা হচ্ছে, ক্রিকেটার আশরাফুলের মৃত্যু হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৪ মার্চ 'Bortoman sports 24' নামের একটি ফেসবুক পেজ থেকে একটি সংবাদ লিংক পোস্ট করে বলা হয়, "শোকাহত পুরো ক্রিকেটবিশ্ব না ফেরার দেশে চলে গেলেন আশরাফুল"। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ, ওই পোস্টে দাবি করা হচ্ছে, ক্রিকেটার আশরাফুল মৃত্যুবরণ করেছেন।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টের ক্যাপশনে ও লিংকের শিরোনামে আশরাফুলের মৃত্যুর কথা বলা হলেও লিংকে যুক্ত সংবাদের বিষয়বস্তু ভিন্ন। এছাড়াও, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক এই ক্রিকেটার স্বয়ং বুম বাংলাদেশকে নিজের সুস্থতার কথা জানিয়েছেন।
পোস্টের সাথে যুক্ত সংবাদের লিংকে ঢুকে দেখা যায়, 'Crimenewsbd' নামের একটি ভুঁইফোড় ওয়েবসাইটে 'শোকাহত পুরো ক্রিকেটবিশ্ব না ফেরার দেশে চলে গেলেন আশরাফুল' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে, মূল সংবাদের ভিতরে বলা হয়েছে, "ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর খেলেই অবসরে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ডিপিএলের আগামী মৌসুমে আর খেলতে দেখা যাবে না দেশের ক্রিকেটের একসময়কার এই জনপ্রিয় তারকাকে। এমনকি ২০২৩ সালের পর ঘরোয়া ক্রিকেটের আর কোনো পর্যায়েই দেখা যাবে না আশরাফুলকে। এক সাক্ষাতকারে তিনি নিশ্চিত করেছেন এমনটাই।" স্ক্রিনশট দেখুন--
উক্ত সংবাদের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ঢাকা পোস্টে গত ৪ মার্চ "ক্যারিয়ারের শেষ প্রান্তেই আশরাফুল" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, "তিনি (আশরাফুল) বলেন, 'চলতি মৌসুমই হবে আমার ডিপিএলে শেষ মৌসুম। এরপরই অবসরের পথে হাঁটব। এছাড়া সামনে যে বিসিএল, এনসিএল আছে, সেগুলো থেকেও সরে যাব। মোটকথা এবারই আমার শেষ মৌসুম। আমি ঘরোয়া ক্রিকেটে সব ধরনের টুর্নামেন্ট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’" স্ক্রিনশট দেখুন--
এদিকে, বিভিন্ন কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান চালিয়েও ক্রিকেটার আশরাফুলের মৃত্যুর কোনো খবর মূলধারার কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। মোহাম্মদ আশরাফুলের মত তারকা ক্রিকেটারের মৃত্যু হলে স্বাভাবিকভাবেই গণমাধ্যমে এই খবর গুরুত্বের সাথে প্রকাশ পেত।
এদিকে, ক্রিকেটার আশরাফুলের সার্বিক অবস্থা জানতে তাঁর সাথে যোগাযোগ করা হলে বুম বাংলাদেশকে তিনি জানান, তিনি ভালো আছেন ও সুস্থ আছেন।
সুতরাং, জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার আশরাফুলের মৃত্যুর ভুয়া খবর ছড়ানো হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।