ইতালির ভেনিস শহরের দাবি করা ছবিটি এডিট করা
বুম বাংলাদেশ দেখেছে, ভেনিসের একটি ছবির কৃত্রিম প্রতিবিম্ব (Mirrored image) জোড়া দিয়ে হৃদয়াকৃতির ছবিটি তৈরি করা হয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ছবিটি ইতালির ভেনিস শহরের। শহরের উপর থেকে ছবিতে শহরটিকে অবিকল হৃদয়াকৃতির মনে হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৯ অক্টোবর 'Travel Group of Cumilla(ভ্রমণ পিপাসু)' নামের একটি ফেসবুক গ্রুপে 'Saiful Islam Rakin' আইডি থেকে ছবিটি পোস্ট করে বলা হয়েছে, ''ইতালির ভেনিসের একটি দৃশ্য!♥"।
একই দাবিতে ছবিটি ফেসবুকে বিভিন্ন আইডি পেজ থেকে পোস্ট করতে দেখা গেছে। স্ক্রিনশট দেখুন-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, কৃত্রিম পদ্ধতিতে ভেনিস শহরের মূল ছবির প্রতিবিম্ব (Mirrored image) তৈরি করে, পরে তা জোড়া দিয়ে ভাইরাল ছবিটি তৈরি করা হয়েছে।
সার্চ করার পর, অনলাইনে স্যাটেলাইট থেকে ধারণকৃত ইতালির ভেনিস শহরের একাধিক ছবি খুঁজে পাওয়া গেছে, যার কোনোটিই হৃদয়াকৃতির নয়। তন্মধ্যে, আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন-এ ২০২০ সালের ১৭ এপ্রিল "Images of Venice from space show how coronavirus has changed the city's iconic canals" প্রকাশিত প্রতিবেদনে দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সির (The European Space Agency) ধারণ করা ভেনিস শহরের একটি ছবি যুক্ত করা হয়েছে। ছবিটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, ইতালির ভেনিস শহর উপর থেকে দেখতে হৃদয়াকৃতির নয়।
ভাইরাল ছবিটির উৎস সম্পর্কে জানতে রিভার্স ইমেজ পদ্ধতিতে সার্চ করার পর, "Lennart Pagel Photography" নামের একটি পেজে ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি ছবিটি পোস্ট করতে দেখা যায়।
উক্ত ফেসবুক পোস্টে তিনটি ছবি আপলোড করা হয়েছে, যার একটি ভেনিস শহরের মূল ছবি। লক্ষ্য করলে বোঝা যায় যে, এই মূল ছবিটিরই প্রতিবিম্ব দ্বিতীয় ছবিটি এবং পরে মূল ছবি ও প্রতিবিম্ব ছবি জোড়া দিয়ে শেষ ছবিটি তৈরি করা হয়েছে, যা দেখতে হৃদয়াকৃতির। অর্থাৎ ভেনিস শহরকে হৃদয়াকৃতির বলে দাবি করা ছবিটি মূলত প্রতিবিম্ব পদ্ধতিতে (Mirrored image) এডিট করা। বিষয়টি আরও ভালো করে বোঝার জন্য নিচের স্ক্রিনশটে ভাইরাল ছবির দুইপাশের, অর্থাৎ মূল ছবি এবং প্রতিবিম্ব ছবিতে দৃশ্যমান হুবহু একই কাঠামো ও বিভিন্ন নৌযান চিহ্নিত করা হলো। স্ক্রিনশটটি দেখুন--
বুম বাংলাদেশ গুগল ম্যাপস স্যাটেলাইট ইমেজ যাচাই করেও নিশ্চিত হয়েছে ভাইরাল ছবিটি ভেনিস শহরের নয়। কারণ শান্তা মারিয়া ডেল্লা স্যালুট (Santa Maria della Salute) নামের একটিই রোমান ক্যাথোলিক চার্চ আছে, যা ভেনিসের গ্রান্ড ক্যানেলের পাশে অবস্থিত। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, প্রতিবিম্ব পদ্ধতিতে (Mirrored image) এডিট করা ছবিকে ভেনিস শহরের বলে দাবি করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।