ভারতের কর্ণাটকে কানিজ ফাতিমার বিজয়কে ঘিরে বিভ্রান্তিকর দাবি ফেসবুকে
কংগ্রেস মনোনীত প্রার্থী কানিজ ফাতেমা সাবেক শিক্ষামন্ত্রীকে নয় বরং বিজেপির প্রার্থী চন্দ্রকান্ত বি পাটিলকে পরাজিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও আইডি থেকে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, ভারতে কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করা প্রাক্তন শিক্ষামন্ত্রী বিসি নাগেশকে সম্প্রতি অনুষ্ঠিত রাজ্যসভা নির্বাচনে পরাজিত করেছেন হিজাব পরিহিতা কংগ্রেস মনোনীত প্রার্থী কানিজ ফাতিমা। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৪ মে 'Md Nijam Ali' নামের একটি ফেসবুক আইডি থেকে কানিজ ফাতিমার ছবি পোস্ট করে লেখা হয়েছে, "কর্ণাটকের প্রাক্তন শিক্ষামন্ত্রী যে নাকি হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন,আজ তার নির্বাচনী এলাকার 91% হিন্দু ভোটার সেখানকার কংগ্রেস প্রার্থী হিজাব গার্ল কানিজ ফাতিমাকে 16 হাজারের অধিক ভোটে জয়ী করে ধর্ম ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শিক্ষা দিলেন। জয় গণতন্ত্রের জয়!"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। কর্ণাটকের প্রাক্তন শিক্ষামন্ত্রী বি সি নাগেশকে নয় বরং ভারতের কর্ণাটক রাজ্যের কংগ্রেস মনোনীত প্রার্থী কানিজ ফাতিমা বিজেপির প্রার্থী চন্দ্রকান্ত বি পাটিলকে পরাজিত করেছেন।
কি-ওয়ার্ড ধরে সার্চ করলে, ভারতীয় সংবাদমাধ্যমে মিন্ট-এ 'মিন্ট-এ "Karnataka elections result 2023: BJP MLA who imposed Hijab ban defeated by Congress" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যা গত ১৩ মে কর্ণাটক নির্বাচনের ফল ঘোষণার দিন প্রকাশিত হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, কর্ণাটকে হিজাব ব্যান করার জন্য আলোচিত প্রাক্তন শিক্ষামন্ত্রী বি সি নাগেশকে তিপতুর আসন থেকে কংগ্রেস প্রার্থী কে সদাকশরি সাড়ে ১৭ হাজার ভোটে পরাজিত করেছেন। অর্থাৎ কানিজ ফাতেমা তাকে পরাজিত করেননি। ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও তা উল্লেখ রয়েছে।
এই সূত্র ধরে সার্চ করার পর, কংগ্রেস প্রার্থী কানিজ ফাতিমার নির্বাচনের ফলাফলও খুঁজে পাওয়া যায় ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। কাজিন ফাতিমা কর্ণাটক রাজ্যের উত্তর গুলবার্গ আসন থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী ছিলেন। তার বিরুদ্ধে বিজেপি থেকে প্রার্থী হয়েছিল চন্দ্রকান্ত বি পাটিল। ভারতীয় সংবাদমাধ্যম The Siasat Daily-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, কানিজ ফাতিমা ২৭১২ ভোটের ব্যবধানে বিজেপি থেকে প্রার্থী চন্দ্রকান্ত বি পাটিলকে পরাজিত করেছেন।
অর্থাৎ হিজাব ব্যান করার জন্য আলোচিত কর্ণাটকের প্রাক্তন শিক্ষামন্ত্রী বি সি নাগেশকে নয় বরং কংগ্রেস প্রার্থী কানিজ ফাতিমা বিজেপির চন্দ্রকান্ত বি পাটিলকে পরাজিত করেছেন।
প্রসঙ্গত, বছরখানেক আগে ভারতের কর্ণাটকে হিজাব নিষেধাজ্ঞা বিরোধী আন্দোলনের জনপ্রিয় মুখ ছিলেন কানিজ ফাতিমা। সদ্য সমাপ্ত হওয়া নির্বাচনেও কানিজ হিজাব সহ নির্বাচনী প্রচারণা চালিয়ে আলোচনায় এসেছেন।
আবার, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে 'Gulbarga uttar Assembly Constituency' শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় কানিজ ফাতিমার আসন গুলবার্গে মূলত মুসলিম ও দলিত ভোটারের আধিক্য রয়েছে।
সুতরাং, ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব নিষেধাজ্ঞা বিরোধী আন্দোলনের মুখ কানিজ ফাতিমার রাজ্যসভা নির্বাচনে বিজয়কে ঘিরে বিভ্রান্তিকর দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে।